মিথ্যাবাদী রাখাল
এক দেশে এক রাখাল ছিল ভীষণ মিথ্যাবাদী,
ভাবত বােধ হয় মিথ্যাটা নয় কোনাে অপরাধই।
এক ছাগলের পাল সে রাখাল করত দেখাশােনা,
মাথায় ছিল ফাজলামাে আর বাজের আনাগােনা।
“বাঘ এসেছে, বাঘ এসেছে” করত ডাকাডাকি,
লােকেরা সব আসত ছুটে; দেখত সবই ফাঁকি।
রাখাল ছেলে এমন করে করত কেবল ছল,
একদিন সে তার এ কাজের পেল উচিৎ ফল।
সত্যিকারের বাঘ একদিন সামনে এল তার,
“বাঘ এসেছে, বাঘ এসেছে” করল সে চিৎকার।
শুনল যারা সেই চিকার ভাবল সবাই এই,
“মিথ্যা বলছে রাখাল ছেলে! তাই গিয়ে কাজ নেই”!
তাইতাে এত ডাকের পরও কেউ দিলাে না সাড়া,
শেষ অবধি রাখাল ছেলে গেল সেদিন মারা।
মিথ্যাবাদীর হয় না কভু ভালাে পরিণতি,
মিথ্যাবলা মানেই করা নিজেই নিজের ক্ষতি।
মুজাহিদুল ইসলাম স্বাধীন এর সোনামণির পাঠশালা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 46.20 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Sonamonir Pathshala by Mujahidul Islam Shadinis now available in boiferry for only 46.20 TK. You can also read the e-book version of this book in boiferry.