কুরআন সুন্নাহর আলোকে সহজ আকীদাঃ
ইসলামী আকীদার মূল ভিত্তি হলো, আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ, শেষ দিবস ও তাকদীরের ভালো-মন্দের ওপর ঈমান আনয়ন করা।
আল্লাহ তা'আলা বলেন,
وَلَكِنَّ الْبِرَّ مَنْ مَامَنَ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَابِكَةِ وَالْكِتَب وَالنَّبِيِّينَ) [البقرة:
“কিন্তু সৎকর্ম হলো: যে ব্যক্তি আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের ওপর ঈমান আনবে।” [সুরা আল-বাকারা: ১৭৭]
তিনি আরও বলেন,
ءَامَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلِّ ءَامَنَ بِاللَّهِ وَمَلَبِكَتِهِ وَكُتُبِهِ.
“রাসুল তাঁর রবের পক্ষ থেকে যা তাঁর কাছে নাযিল করা হয়েছে তার ওপর ঈমান এনেছেন এবং মুমিনগণও। প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর ওপর, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ ও তাঁর রাসুলগণের ওপর।” [সুরা আল-বাকারা: ২৮৫]
.
তিনি আরও বলেন,
وَمَن يَكْفُرْ بِاللهِ وَمَايكتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَائِلًا بَعِيدًا
“আর যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফেরশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ ও শেষ দিবসের প্রতি কুফরী করে সে সুদূর বিভ্রান্তিতে পতিত হলো।" [সুরা আন-নিসা: ১৩৬]
জিবরীল আলাইহিস সালাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন,
أنْ تُؤْمِنَ بِاللهِ، وَمَلائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَره
“ঈমান হলো এই যে, তুমি আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ ও শেষ দিনের ওপর ঈমান রাখবে এবং তুমি তাকদীরের ভালো-মন্দের প্রতিও ঈমান রাখবে।”(২)
০২. মুসলিম, আস-সহীহ, হাদীস নং ৮। হাদীসটি উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে
বর্ণিত।
ড. আহমাদ ইবন আব্দুর রহমান আল-কাযী এর সহজ ইসলামী আকীদা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 217.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Sohoz Islami Aqida by Dr. Ahmad Ibne Abdur Rahman Al-Kajiis now available in boiferry for only 217.50 TK. You can also read the e-book version of this book in boiferry.