স্ফটিকচূড়ার নিচে
কোলাহলভারে ধ্বস্ত এই জীর্ণ কাদায়
কী রকম খানকাহ গড়া যায়?
ঘর কী আকার পাবে।
আর কোন সে ঘরামি বলাে তৈরি করবে নয়টি দুয়ার,
এতে পৃথিবীর কোন রঙই-বা ফুটে উঠবে বলাে?
বরং প্রান্তর উত্তম, উত্তম ধানক্ষেত,
উঁচু টিলা, দীর্ঘ নদী, সবুজ পাহাড়,
আরও উত্তম স্নানরাঙা দখিন সায়র
তারপরও রােজ আমি নিগ্নজল বসে থাকি তীরে
পাখি স্নান করে, রােদ-বৃষ্টি খেলে যায় লাই
বসে থাকি, রঙরঙ্গে মিশে যায় রােদবৃষ্টিপাখি
আমি তাতে ডুব দিয়ে বুঝি
এই সবই জলদোষ, এই সবই জলাবর্ত
লােকে বলে, বসে যে রয়েছ সখা, এরই নাম সলিলসমাধি
মোস্তাক আহমাদ দীন এর স্ফটিকচূড়ার নিচে এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 107.2 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Sfotickchurar Niche by Mostak Ahmad Deenis now available in boiferry for only 107.2 TK. You can also read the e-book version of this book in boiferry.