দুআ ইবাদতের মগজ। বান্দা আল্লাহর দরবারে বিনীত হলে আল্লাহ কখনোই বান্দাকে ফিরিয়ে দেন না। কুরআনে আল্লাহ যেমন অনেক দুআ শিখিয়ে দিয়েছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তার উম্মতদেরকে নানান বিষয়ের দুআ ও আমলের তরিকা শিক্ষা দিয়েছেন।
ইসলামের মৌলিক স্তম্ভগুলির একটি সালাত। মুমিন এবং কাফেরের মধ্যকার বাহ্যিক পার্থক্যও স্পষ্ট হয় সালাতের মধ্য দিয়ে। আল্লাহ তার বান্দাদের জন্য সালাত ফরজ বা আবশ্যক পর্যন্ত করে দিয়েছেন। কবুলের জন্য সালাতের ভেতরেও নবীজির হাদিস দ্বারা প্রমাণিত বেশকিছু দুআ আছে। পাক-পবিত্রতা থেকে শুরু করে, সালাত, মাজলিস, জানাযা প্রভৃতির জন্য হাদিস শরিফে দুআ আর দরুদের বিশাল ভাণ্ডার রয়েছে। আমরা যেগুলো জানি, তার বাইরেও আছে আরও অনেক দুআ।
সব দুআ কি হাদিস দ্বারা প্রমাণিত? এই প্রশ্নের জবাবে 'সালাতের দুআ : যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত' বইটি আপনাকে বিশেষ গাইড দেবে। সালাতের যেসব দুআ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক প্রমাণিত, সে সমস্ত সন্নিবেশিত হয়েছে এই পুস্তিকাটিতে। প্রতিটি দুআর সঙ্গে দেওয়া হয়েছে একাধিক হাদিসের মজবুত রেফারেন্স। ফলে বইটি বিশেষ শক্তি নিয়ে হয়ে উঠেছে আপনার নিত্য সঙ্গী।
আবু উমামা কুতুবুদ্দীন মাহমূদ এর সালাতের দুআ (যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত) এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 84.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Salater Doya Ja Rasul Sm Theke Promanito by Abu Umama Kutubuddin Mahomudis now available in boiferry for only 84.00 TK. You can also read the e-book version of this book in boiferry.