Loading...

রূপচানের আশ্চর্য কান্না (হার্ডকভার)

স্টক:

১৫০.০০ ১২০.০০

একসাথে কেনেন

সম্পর্কের লাবণ্য ও অন্ধকারে সাঁতরে ফেরে সে, নিত্যদিন। ঘুরপাক খায়। স্বপ্নতাড়িত ও লড়াকু এই মানুষটি লাঙ্গলের ফলা টেনে আর মৌসুমী বৃষ্টির ভেতর ফসল ও আউশ ধানের খড় আগলে রাখে। সে কখনো রবীন্দ্রনাথ পড়েনি, কিংবা জীবনানন্দ। জীবনের চরম দুঃসময়েও সে কারো কাছে অভিযোগ করেনি, এতটুকু করুণা প্রার্থনাও নয়। দারিদ্র, স্ত্রী-বিয়োগের বেদনা, বিরামহীন উদ্বেগ, আত্মীয়ের সম্পর্কত্যাগ-সবই সে বহন করে যায় নিঃশব্দে এবং একা।
এই রূপচান মণ্ডল ওরফে রূপু একদিন অনুভব করে, জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা খায়ো গেছে। তার; এমনকিছু, যা না-থাকলে জীবন অর্থহীন, অকেজো ও মূল্যহীন হয়ে পড়ে। কী সেই হারোনো বস্তু? যৌনশক্তি। ভীষণরকম অবাক হয় রূপু। ভড়কে যায়। গাছপালা-ঘেরা গ্রামের বাড়ির উঠোনে হেমন্তের শেষরাতেও সে মৃদু ঘেমে ওঠে। অদৃশ্য এক ইন্দ্রিয়ের থাকা-না-থাকার অলৌকিক দহন তাকে আচ্ছন্ন করে রাখে, আশ্চর্য বেদনায়। আপাত নিস্তরঙ্গ ও ছাপোষা রূপুর মগজে ঢুকে পড়ে ভাবুক মানুষের প্রতিচ্ছবি। এমন চিন্তাও সামনে এসে দাঁড়ায়, সে তো নপুংসক নয়; আবার দ্বিতীয় স্ত্রীকে পরিতৃপ্ত করতে পারবে না। বাকি জীবন কীভাবে পার করবে সে? রূপুর ধূসর জীবনের মধ্য দিয়ে উঁকি দেয় উত্তরবঙ্গের গ্রামীণ জনপদের নিখুঁত চিত্র, যেখানে নানা শ্রেণি পেশার মানুষ মিলেমিশে দিন্যাপন করে। সুখেদুঃখে পাশে দাঁড়ায়। হাসে। কাঁদে। নানামুখি সংকট ও অসুখে জীবন পার করে। এই উপন্যাস সেসব মানুষেরই দিনযাপনের রেখাচিত্র।
Rupochaner Ascharjo Kanna,Rupochaner Ascharjo Kanna in boiferry,Rupochaner Ascharjo Kanna buy online,Rupochaner Ascharjo Kanna by masud ahmad,রূপচানের আশ্চর্য কান্না,রূপচানের আশ্চর্য কান্না বইফেরীতে,রূপচানের আশ্চর্য কান্না অনলাইনে কিনুন,মাসউদ আহমাদ এর রূপচানের আশ্চর্য কান্না,9789849235439,Rupochaner Ascharjo Kanna Ebook,Rupochaner Ascharjo Kanna Ebook in BD,Rupochaner Ascharjo Kanna Ebook in Dhaka,Rupochaner Ascharjo Kanna Ebook in Bangladesh,Rupochaner Ascharjo Kanna Ebook in boiferry,রূপচানের আশ্চর্য কান্না ইবুক,রূপচানের আশ্চর্য কান্না ইবুক বিডি,রূপচানের আশ্চর্য কান্না ইবুক ঢাকায়,রূপচানের আশ্চর্য কান্না ইবুক বাংলাদেশে
মাসউদ আহমাদ এর রূপচানের আশ্চর্য কান্না এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 127.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Rupochaner Ascharjo Kanna by masud ahmadis now available in boiferry for only 127.50 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন হার্ডকভার | ৯৫ পাতা
প্রথম প্রকাশ 2017-02-01
প্রকাশনী সময় প্রকাশন
ISBN: 9789849235439
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

মাসউদ আহমাদ
লেখকের জীবনী
মাসউদ আহমাদ (masud ahmad)

মাসউদ আহমাদ Masud Ahmad ১৯৮০ সালের ৩ অক্টোবর রাজশাহীর পুঠিয়া উপজেলার দমদমা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি পাশ করে রাজশাহী শহরে চলে আসেন। প্রথম বিভাগ পেয়ে এসএসসি পাশ করেন ২০০০ সালে, এইচএসসি ২০০২-এ স্টার মার্কস নিয়ে, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সাহিত্যের বারান্দায় তাঁর হাটাহাটি দীর্ঘদিনের। মূলত ছোটগল্প লেখার চেষ্টা করেন। প্রথম গল্প ‘কলমবন্ধু’ প্রকাশিত হয় ঢাকার সাপ্তাহিক রোববার পত্রিকায় ২৪ সেপ্টেম্বর ২০০৪-এ। সাপ্তাহিক ২০০০ পত্রিকায় প্রেমের গল্প লিখে একাধিকবার পুরস্কার পেয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়াকালীন প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ ‘কলমবন্ধু ও অন্যান্য গল্প’; প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশ। প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, উলুখাগড়া, পাক্ষিক অন্যদিনসহ নানা পত্রিকায় গল্প প্রকাশিত হয়েছে। গত ফেব্রুয়ারিতে কলকাতার ‘দেশ’প্রত্রিকায় প্রকাশিত হয়েছে জীবনানন্দ দাশকে নিয়ে লেখা তাঁর গল্প ‘পাণ্ডুলিপি করে আয়োজন’। বইমেলা ২০১৬-তে প্রথম উপন্যাস ‘নিজের সঙ্গে একা’ এবং ২০১৭-তে ‘রূপচানের আশ্চর্য কান্না’ উপন্যাস প্রকাশিত হয়েছে। তিনি গল্পবিষয়ক ছোটকাগজ ‘গল্পপত্র’ সম্পাদনা করেন। সর্বশেষ সংখ্যাটি ‘কথাসাহিত্যের সৈয়দ শামসুল হক’শিরোনামে বেরিয়েছে, ডিসেম্বর ২০১৬ তে; তারও আগে বেরিয়েছে ‘কথাসাহিত্যের জীবনানন্দ’ সংখ্যা। বইপড়া, গান শোনা এবং গ্রাম-বাংলার প্রকৃতির মাঝে সময় কাটানো তাঁর প্রিয় বিষয়। শিশুর হাসি আর মায়ের মুখ তিনি সবচেয়ে পবিত্র ও সুন্দর বিবেচনা করেন। লেখার ক্ষেত্রে তাঁর দর্শন হচ্ছে ‘এমন লেখা লিখতে চাই একবার পাঠেই যেন ফুরিয়ে না যায়।’

সংশ্লিষ্ট বই