ভূমিকা :
আল্লাহই সৃষ্টি করেছেন সপ্তাকাশ এবং তাদের অনুরূপ অসংখ্য জমিন। উভয়ের মাঝখানে তাঁর নির্দেশ জারি হয়, যাতে তোমরা বুঝতে পারো যে, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং তাঁর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে।
[সুরা তালাক্ব, আয়াত-১২]
আল্লাহ সার্বভৌম কর্তৃত্বের অধিকারী একচ্ছত্র শাসক। তিনি নিজের ইচ্ছানুযায়ী যে কোন হুকুম দেয়ার পূর্ণ ইখতিয়ার রাখেন। তাঁর বিধানের ব্যাপারে আপত্তি জানানোর অধিকার কোন মানুষের নেই। তাঁর সমস্ত বিধান জ্ঞান, প্রজ্ঞা, যুক্তি, ন্যায়নীতি ও কল্যাণের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তিনি যেটাকে হালাল বলেছেন তা হালাল আর যেটাকে হারাম বলেছেন তা হারাম। তা মেনে নেয়াই কল্যাণ।
কুরআনুল কারিমে বলা হয়েছে,
'নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন।'
[সুরা মায়েদা, আয়াত-১]
'আসমান ও জমিনে যা কিছু আছে সবই তাঁর ; আর সকলেই তাঁর অনুগত।'
[ সুরা রূম, আয়াত- ২৬]
'আল্লাহ আদেশ করেন, তাঁর আদেশ উল্টে দেয়ার কেউ নেই। আর তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর।'
[সুরা রা'দ, আয়াত- ৪১]
'জেনে রেখো, সৃজন ও আদেশ তাঁরই ; যিনি মহিমাময় বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ।'
[ সুরা আ'রাফ, আয়াত- ৫৪]
'আর যে মুখ ফিরিয়ে নেয়( সে জেনে রাখুক যে) নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত।'
[ সুরা হাদীদ, আয়াত-২৪]
'তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কষ্ট রাখেননি।'
[ সুরা হজ্জ, আয়াত-৭৮]
আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দ্বীন খুব সহজ, কেউ দ্বীনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করলে সে অবশ্যই পরাজিত হবে। সর্বদা মধ্যমপন্থা অবলম্বন করো, তাঁর নৈকট্য লাভ করো এবং সুসংবাদ গ্রহণ করো। আর সকাল-সন্ধ্যা ও শেষ রাতের আমল দ্বারা স্বীয় কাজে সাহায্য চাও।'
[ সহিহ বুখারি- হা/৩৯]
'মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসিনতার দরুন মুখ ফিরিয়ে নিয়েছে। যখনই তাদের নিকট তাদের প্রতিপালকের কোন নতুন উপদেশ আসে, তখন তারা সেটা কৌতুকাচ্ছলে শ্রবণ করে ; আর তাদের অন্তর থাকে অমনোযোগী।'
[সুরা আম্বিয়া, আয়াত ১-৩]
'যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ হতে বিমুখ হয়ে যায়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করি ; অতঃপর সে-ই হয় তার সহচর।'
[সুরা যুখরুফ, আয়াত- ৩৬]
'আর যে ব্যক্তি এখানে অন্ধ, সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট।'
[সুরা বনী ইসরাঈল, আয়াত-৭২]
' বলো, অপবিত্র ও পবিত্র সমান নয় ; যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে। সুতরাং বোধশক্তিসম্পন্নরা! তোমরা আল্লাহকে ভয় করো, যেন তোমরা সফলকাম হতে পারো।' [সুরা মায়েদা, আয়াত-১০০]
মহিউদ্দিন বিন জুবায়েদ এর কুরআন সুন্নাহ আলোকে আল্লাহর আদেশ-নিষেধ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 224.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। quran sonnahhor aloke allahhor adesh o nished by Mohiuddin bin Zubaydis now available in boiferry for only 224.00 TK. You can also read the e-book version of this book in boiferry.