মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদাতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ‘আমি মানব ও জিন-জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাত বা দাসত্ব করার জন্য।’ [সুরা জারিয়াত, আয়াত : ৫২।] আর মানুষের এ দাসত্বের মনোভাব ফুটে ওঠে দোয়ার মধ্যে দিয়ে। তাই তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দোয়াই হলো ইবাদাতের মগজ বা মূল।’ [সহিহুল বুখারি, হাদিস : ৪১৪।]
আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা না করে জাগতিক উপায়-উপকরণ ও জড়বস্তুর দিকে দু-হাত সম্প্রসারিত করে দিই। যার ফলে আল্লাহর প্রতি আমাদের আস্থা-ভালোবাসার ঘাটতি দেখা যায়। এ থেকে আমাদের ফিরে আসা উচিত। আমাদের উচিত পার্থিব জীবনে কোনো বস্তুর প্রয়োজনে প্রথমেই প্রিয় নবির শিখিয়ে দেয়া সালাতুল হাজাত পড়ে কাঙ্ক্ষিত বস্তু অনুসন্ধানে বেরিয়ে পড়া। ‘দোয়ার শক্তি অপরিসীম; কেবল দোয়াই পারে তাকদির বা ভাগ্য-লিখনকে বদলে দিতে।’ [সুনানুত তিরমিজি, হাদিস : ২১৩৯।]
প্রিয় পাঠক! বইটির একটি বিশেষ দিক হলো, এখানে প্রতিটি দোয়া ও জিকির প্রেক্ষাপট সহকারে অনুবাদ করা হয়েছে। দোয়ার মর্মকথা ও প্রকারভেদ, দোয়ার মাহাত্ম্য, দোয়া কবুলের সময়, স্থান, শর্ত ও দোয়া কবুল না হওয়ার কারণ ইত্যাদি সকল বিষয়ে উদ্ধৃতিসহ বিশদভাবে আলোকপাত করা হয়েছে। প্রতিটি মানুষের উচিত জীবনকে সুশোভিত করা। আর তা তখনই হবে, যখন রাসুলের জীবনাদর্শকে অনুসরণ করবে।
Provur Dake Sara Dao,Provur Dake Sara Dao in boiferry,Provur Dake Sara Dao buy online,Provur Dake Sara Dao by Shaikh Mohammad Saleh Al Munajjid,প্রভুর ডাকে সাড়া দাও,প্রভুর ডাকে সাড়া দাও বইফেরীতে,প্রভুর ডাকে সাড়া দাও অনলাইনে কিনুন,শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ এর প্রভুর ডাকে সাড়া দাও,9789849655503,Provur Dake Sara Dao Ebook,Provur Dake Sara Dao Ebook in BD,Provur Dake Sara Dao Ebook in Dhaka,Provur Dake Sara Dao Ebook in Bangladesh,Provur Dake Sara Dao Ebook in boiferry,প্রভুর ডাকে সাড়া দাও ইবুক,প্রভুর ডাকে সাড়া দাও ইবুক বিডি,প্রভুর ডাকে সাড়া দাও ইবুক ঢাকায়,প্রভুর ডাকে সাড়া দাও ইবুক বাংলাদেশে
শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ এর প্রভুর ডাকে সাড়া দাও এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 192.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Provur Dake Sara Dao by Shaikh Mohammad Saleh Al Munajjidis now available in boiferry for only 192.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন |
পেপারব্যাক | ১৬০ পাতা |
প্রথম প্রকাশ |
2022-05-10 |
প্রকাশনী |
আয়ান প্রকাশন |
ISBN: |
9789849655503 |
ভাষা |
বাংলা |
ক্রেতার পর্যালোচনা
1-1 থেকে 1 পর্যালোচনা
-
পর্যালোচনা লিখেছেন 'Rakibul Hassan'
বই সম্পর্কেঃ
দোয়া শব্দের অর্থ আল্লাহকে ডাকা, কিছু চাওয়া, প্রার্থনা করা।বিনয়ের সঙ্গে মহান আল্লাহর কাছে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করাই হল দোয়া।এই দোয়াকে আল্লাহ ইবাদত হিসেবে অভিহীত করেছেন এবং সাহায্য লাভের মাধ্যম বানিয়েছেন। তাইতো কুরআন ও হাদীসে মহানবী ﷺ এর মাধ্যমে মানুষকে দোয়ার বিষয়ে নির্দেশ দিয়েছেন।আল্লাহ বলেন,তোমরা আমাকে ডাক,আমি তোমাদের ডাকে সাড়া দিব,যারা আমার ইবাদতে অহংকার করে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হবে।
[সুরা মু’মিন আয়াত-৬০]
নবী করিম ﷺ বলেছেন, দোয়া-ই ইবাদত।
[জামে আত তিরমিজি]।তাইতো আল্লাহর মুখাপেক্ষী হওয়া এবং তার নৈকট্য লাভ করা ব্যতীত মানুষের কোন উপায় নেই,আর দোয়া হল আল্লাহর নৈকট্যলাভের বিশেষ বাহন ও মাধ্যম। আল্লাহর নিকট প্রার্থনা, প্রত্যাশা ও সাহায্য কামনার মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়।এর দ্বারা মানুষ তার প্রতিপালকের ইবাদত করে, উদ্দেশ্যে লাভে সফল হয়, তার সন্তুষ্টি অর্জন করে।‘আয়ান প্রকাশন’ কর্তৃক ‘প্রভূর ডাকে সাড়া দাও’ বইটিতে দোয়ার মহিমা ফুটিয়ে তোলা হয়েছে।পাশাপাশি দোয়া ও জিকিরের প্রেক্ষাপট অনুবাদসহ আলোচনা করা হয়েছে।দোয়ার সংজ্ঞা ও প্রকারভেদ,দোয়ার ফজিলত, দোয়া কবুল হওয়ার শর্ত,দোয়া কবুল না হওয়ার কারণ ইত্যাদি বিশদভাবে আলোচনা করা হয়েছে এই বইটিতে। আশা করা যায় যে,এই বইটি পড়ার মাধ্যমে পাঠকসমাজ ইহকালীন সুখশান্তির পাশাপাশি পরকালীন সুখশান্তিও লাভ করবে,ইন শা আল্লাহ।
বইটির প্রয়োজনীয়তাঃ
-------------------------------
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ ﷺ এরশাদ করেন,‘মুসলমান যখন অন্য কোন মুসলমানের জন্য দোআ করে,যার মধ্যে কোনরূপ গোনাহ বা আত্মীয়তা ছিন্ন করার কথা থাকে না,আল্লাহ তাআলা উক্ত দোআর বিনিময়ে তাকে তিনটির যেকোন একটি দান করে থাকেন।
(১) তার দোআ দ্রুত কবুল করেন অথবা
(২) তার প্রতিদান আখেরাতে প্রদান করার জন্য রেখে দেন অথবা
(৩) তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূর করে দেন। একথা শুনে সাহাবীগণ উৎসাহিত হয়ে বললেনতাহলে আমরা বেশী বেশী দোআ করব। রাসূলুল্লাহ ﷺ বললেন, আল্লাহ তার চাইতে আরও বেশী দোআ কবুলকারী। [আহমাদ, হাকেম, মিশকাত হা/২২৫৯ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯।]
বইটিতে কুরআন ও হাদিসের আলোকে অনেকগুলো দোয়া সংযোজন করা হয়েছে,যা প্রতিটি মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহকালীন সুখশান্তি ও পরকালীন মুক্তির জন্য প্রতিটি ব্যক্তির দোয়া সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে 'প্রভূর ডাকে সাড়া দাও' বইটি অনেক বড় ভূমিকা পালন করবে,ইন শা আল্লাহ।
বইটি কাদের পড়া উচিতঃ
-------------------------------------
আমার বান্দারা যখন তোমার কাছে আমার বিষয়ে জিজ্ঞেস করে, তখন বলে দাও যে, আমি তাদের অতীব নিকটবর্তী। আমি আহবানকারীর আহবানে সাড়া দিয়ে থাকি,যখন সে আমাকে আহবান করে।অতএব তারা যেন আমার আদেশ সমূহ পালন করে এবং আমার প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করে। যাতে তারা সুপথ প্রাপ্ত হয়।
[সূরা বাকারাহ,আয়াত ১৮৬]
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা পথভ্রষ্ট হয়ে,মুক্তির পথ খুঁজে পায়না।দিশেহারা হয়ে ভূল পন্থায় মুক্তি লাভ করতে চায়। তারা হয়তো জানেনা সকল সমস্যা হতে মুক্তিলাভের একমাত্র পন্থা হচ্ছে প্রভূর সাকে সাড়া দেওয়া।আর প্রভূর ডাকে সাড়া দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে দোয়া। বইটি পড়ার মাধ্যমে পথভুলা ব্যক্তিরা দোয়ার গুরুত্ব ও দোয়া কবুলের শর্ত সম্পর্কে জানতে পারবে এবং তদানুযায়ী রবের নিকট চাইবে। ইন শা আল্লাহ তারা তাদের সমস্যার সমাধান পেয়ে যাবে।
ব্যক্তিগত অনুভূতিঃ
---------------------------
ব্যক্তিগতভাবে বইটি আমার অনেক ভালো লেগেছে,আলহামদুলিল্লাহ। দোয়ার স্বরূপ ও দোয়া সম্পর্কে বিস্তারিত লেখনি নিয়ে খুব কম বই দেখা যায়। বইটিতে দোয়ার ফজিলত,দোয়া কবুলের শর্তাবলি ইত্যাদি বিশদভাবে আলোচনা করা হয়েছে,যা আমার অনেক ভালো লেগেছে। পাশাপাশি দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব দোয়া এখানে উল্লেখ করা হয়েছে,যা প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ
June 30, 2022
লেখকের জীবনী
শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ (Shaikh Mohammad Saleh Al Munajjid)
শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ