Loading...

প্রিয়তমা (হার্ডকভার)

রাসুলুল্লাহ সাঃ এর দাম্পত্যজীবন

স্টক:

৪১৫.০০ ৩৩২.০০

একসাথে কেনেন

বইয়ের কিছু কথা
আয়েশার (রা.) সঙ্গে রাসুল মুহাম্মদের (সা.) দাম্পত্যজীবন কি অসুখী ছিলো? একজন কেবলই কিশোরী, আরেকজন পঞ্চাশোর্ধ্ব প্রবল ব্যক্তিত্ববান মানুষ; কেমন ছিলো অসম বয়সী এ দুজনের প্রেমময় সংসারের ছায়াছবি? ঝগড়া হতো? খুনসুটি? মান-অভিমানে কান্না হতো?
খাদিজা (রা.) কেন প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে এসে হাত বাড়িয়ে আগলে নিলেন যুবক মুহাম্মদের হাত? মুহাম্মদ (সা.) যেদিন নবি হলেন, ভয়ে কাঁপছিলেন তিনি; খাদিজা তাঁকে বুকে জড়িয়ে কেন বলেছিলেন, ‘ভয় নেই আপনার’।
কেন সুদূর ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান নাজ্জাশির রাজপ্রাসাদে আয়োজন করা হলো মুহাম্মদ (সা.) এবং কুরাইশকন্যা উম্মে হাবিবার বিয়ে? কেন ইহুদি রাজকুমারী সাফিয়্যাকে যুদ্ধদাসী থেকে বরণ করে নিলেন উম্মুল মুমিনিন হিসেবে?
রাসুল মুহাম্মদ (সা.) এবং তাঁর ১১ জন স্ত্রীর দাম্পত্যজীবনের অসংখ্য গল্পভাষ্য নিয়ে রচিত ইতিহাস-অনুসন্ধানী লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর-এর অনবদ্য উপাখ্যানগ্রন্থ ‘প্রিয়তমা’। একদিকে নিরেট নির্মোহ ইতিহাসের বর্ণিল আয়োজন, আরেক দিকে উম্মুল মুমিনিনদের জীবনের অনালোচিত অধ্যায়ের নতুন আবিস্কার। নতুন ভাষা ও প্রাঞ্জল গদ্যে রাসুলের দাম্পত্যজীবনের পূর্ণ ছায়াছবি উঠে এসেছে এ গ্রন্থে।
আমাদের লৌকিক সমাজের প্রায় প্রতিটি পরিবারে আজকাল শোনা যায় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ, মানসিক টানাপোড়েন, পরস্পরের বিশ্বাসহীনতা, সংসার ভাঙার করুণ সুর। দাম্পত্য কলহের বিষবাষ্প যেন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমাদের চারপাশের সমাজ। কিন্তু আমরা নিজেদের কি কখনো রাসুল ও তাঁর স্ত্রীদের মুখোমুখি দাঁড় করিয়েছি? কখনো কি তাঁদের সংসারের আদলে আমাদের সাংসারিক সমস্যাগুলো মোকাবেলা করার চেষ্টা করেছি?
রাসুলের সাহচর্যে এতো প্রেমময় আর ভালোবাসায় পূর্ণ ছিল তাঁদের সংসার, কখনো সে সাংসারিক প্রেম আগ্রহভরে পাঠ করা হয়নি আমাদের। অথচ তাঁদের জীবনে রয়েছে প্রেম আর ভালোবাসায় পূর্ণ এক সংসারের ছায়াছবি। তাঁদের দাম্পত্যজীবনের অসংখ্য অনুপম শিক্ষা সমগ্র পৃথিবীর জন্য শিক্ষণীয়। অনাগত সকল সভ্যতার জন্য তাঁদের সাংসারিক প্রেম নক্ষত্রের মতো জাজ্বল্যমান। যে গ্রহণ করবে, আলোকিত হবে তার জীবন।
এ গ্রন্থ সেই সুখী আর প্রেমময় জীবনের গল্পই বলেছে।

Priotoma,Priotoma in boiferry,Priotoma buy online,Priotoma by Salahuddin Jahangir,প্রিয়তমা,প্রিয়তমা বইফেরীতে,প্রিয়তমা অনলাইনে কিনুন,সালাহউদ্দীন জাহাঙ্গীর এর প্রিয়তমা,9789849265597,Priotoma Ebook,Priotoma Ebook in BD,Priotoma Ebook in Dhaka,Priotoma Ebook in Bangladesh,Priotoma Ebook in boiferry,প্রিয়তমা ইবুক,প্রিয়তমা ইবুক বিডি,প্রিয়তমা ইবুক ঢাকায়,প্রিয়তমা ইবুক বাংলাদেশে
সালাহউদ্দীন জাহাঙ্গীর এর প্রিয়তমা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 332.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Priotoma by Salahuddin Jahangiris now available in boiferry for only 332.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন হার্ডকভার | ৩৫২ পাতা
প্রথম প্রকাশ 2017-02-01
প্রকাশনী নবপ্রকাশ
ISBN: 9789849265597
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

5
1 reviews

1-1 থেকে 1 পর্যালোচনা

  • পর্যালোচনা লিখেছেন 'Maimuna Rahman'
    " প্রিয়তমা " শব্দটা পড়তেই মনে হয় হবে হয়তো কোনো আধুনিক প্রেম -কাহিনি..। অনেকে নামটা শুনতেই হেসে দেয়। এমন কি যখন আমি এই বইটি পড়ছিলাম তখন আমায় বলা হলো এইসব বই পড়তে হয় না। আমি কথা না বাড়িয়ে বইটার সূচি পত্রে চলে গেলাম আর বললাম দেখো...! সে দেখে হতবাক..!সে লজ্জায় পড়ে গেলো। সুচিপত্রে সে একের পর এক দেখতে লাগলো উম্মুল মুমিমিনদের নাম। খাদিজা (রা.) সওদা (রা.) আয়িশা (রা) হাফসা (রা) যয়নব (রা) উম্মে সালামাহ (রা.) যয়নাব বিনতে জাহাশ (রা) জুয়াইরিয়া (রা.) উম্মে হাবিবা(রা.) সাফিয়া (রা.) মাইমুনা (রা.) এবং শেষে ২ জন দাসির নাম দেখে সে আমায় জিজ্ঞাস করল দাসিকে কেনো বিয়ে করেছিলো..? আপনারা ও জানতে চান? তাহলে কুরআনের সেই আয়াতটা মনে করুন " তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের তোমাদের জন্য বৈধ করা হলো"..। সে আমায় এবার আর প্রশ্ন করলো না সে বিস্ময়ের সাথে বলতে লাগল, বিশ্বনবী (স.) এতো গুলো বিয়ে করেছেন..! আমি তাকে মুচকি হেসে উত্তর দিলাম, তোমার সন্দেহ হচ্ছে? আমি তাকে প্রশ্ন করলাম আচ্ছা বলতো: ছেলে এক দেশে মেয়ে এক দেশে, এইভাবে যে বিয়ে হয় এইটা কোথায় থেকে এসেছে? অনেকে মনে করে,বিশ্বননবী (স.) এর দুইটা স্ত্রী ছিলেন [খাদিজা ও আয়িশা (রা.) ].. আমরা নবী সম্পর্কে জানলেও তার প্রিয়তমা স্ত্রীদের ব্যাপারে ধারণা খুবই কম। খাদিজা (রা.) এর কাহিনিতেই আপনি মক্কার অবস্থা থেকে বুঝেই যাবেন কেমন ছিল কুরাইশদের অত্যাচার আর এই কঠিন মূহুর্তে কিভাবে তিনি বটবৃক্ষর মতো ছায়া হয়ে দাঁড়িয়েছিল প্রাণপ্রিয় স্বামীর পাশে। পরবর্তীতে আয়িশা রা.এর অধ্যায়ে একজন স্বামীর তার স্ত্রীর প্রতি কেমন আচরণ করা উচিত। এই ব্যাপারে বুঝতে পারবেন। কখনো কি মনে প্রশ্ন জাগে না? উম্মুল মুমিনিনদের মধ্যে সম্পর্ক কেমন ছিলো..? লেখক প্রতিটা অধ্যায়ে উম্মুল মুমিনিনদের বৈশিষ্ট্য নিখুঁত ভাবে দিয়েছেন। রাসুল (স.) এর ১১ জন স্ত্রীর দাম্পত্যজীবনের অসংখ্য গল্প নিয়ে বইটি লেখা। ★এই বই যেকারনে পড়া উচিত: আমাদের নানা রকম প্রশ্ন থাকে যেমন: কেনোই বা এত গুলো বিয়ে করেছিলেন? আর কেনো তিনি ৬ বছর বয়সি ছোট আয়িশা (রা.) কে বিয়ে করেছিলেন?কেনো ৪০ বছর বয়সী খাদিজাকে তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন? কেনো তিনি খাদিজার মৃত্যুর বছরকে শোকের বছর বলেছিলেন? কেনো তিনি ইহুদীর মেয়ে সাফিয়া কে স্ত্রীর মর্যাদা দিলেন?..যখন ইহুদীরা খাবারে বিষ মিশিয়ে নবী (স.) কে হত্যা করতে চেয়েছিল.! যার জন্য বদরপ্রান্তে যুদ্ধের দামামা বেজেছিল সেই আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে কেনো বিয়ে করেছিলেন? কেনো তিনি পালকপুত্রর তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিজের স্ত্রীর মর্যাদা দিলেন.? কেনোই বা জুয়াইরিয়া (রা.) কে বিয়ে করায় তার গোত্রের ৬০০ লোক মুসলিম হয়ে গেছিল? উম্মুল মুমিনিনদের জন্য আজ আমরা সাংসারিক হাদিস গুলো আয়ত্ত করতে পারি পড়তে পারি। তাদের ব্যাপারে কি আমাদের জানা উচিত না? তারা ছিল ইসলামের এক একটি নক্ষত্র..
    June 25, 2022
সালাহউদ্দীন জাহাঙ্গীর
লেখকের জীবনী
সালাহউদ্দীন জাহাঙ্গীর (Salahuddin Jahangir)

লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর এর বাবা মোঃ শওকত হোসেন পেশায় ছিলেন সেনাবাহিনীর সদস্য। শৈশবে তাই সেনানিবাসের লেফট রাইট আর স্যালুট এর শব্দ, কিংবা বিকেলবেলা বাজানো বিউগল এর করুণ সুর শুনতে শুনতেই মনের মাঝে সৈনিক হবার সুপ্ত বাসনা জেগেছিল তাঁর। এদিকে, মা জাহানারা বেগমের ইচ্ছে ছেলেকে হাফেজ বানানোর, যার জন্য রাইফেল-উর্দির স্বপ্নকে ছুটি দিয়ে তাঁকে ভর্তি হতে হয়েছিল হেফজখানায়। ঢাকা জেলার পশ্চিমে ধামরাই থানায় যে হেফজখানায় তিনি ভর্তি হয়েছিলেন, তার নাম বাসনা আমানুল্লাহ ফোরকানিয়া হাফেজিয়া মাদরাসা, যে হেফজখানায় উন্মোচিত হয় তাঁর স্বপ্নের নতুন দুয়ার। হেফজখানায় বড় এক আলমারি ভর্তি ছিল নানা স্বাদের বই, যা সাধারণ ছাত্রদের পড়ার জন্য উন্মুক্ত ছিল। চেতনার বিকাশ ঘটানো বা লেখালেখির প্রথম রসদ যুগিয়েছিল সেই আলমারি। তিনি প্রাথমিক মাদ্রাসা শিক্ষা নিয়েছেন ধামরাইয়ের জামিয়া ইসলামিয়া হাফিজুল উলুম ইসলামপুর থেকে। তারপর ঢাকায় আসেন ২০০২ সালে। মাধ্যমিক স্তর পড়েছেন মিরপুরে, মাদ্রাসায়ে দারুল উলুম এ। ২০০৭ সালে ধামরাইয়ের শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। ২০০৮ সালে দাওরায়ে হাদিস পাস করেন জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ থেকে। তারপর দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইংরোজিতে অনার্স শেষ করে কর্মজীবনে সাংবাদিকতা এবং সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন কিছুদিন। বর্তমানে লেখালেখির সাথেই জড়িয়ে আছেন পুরদস্তুর। তাঁর আগ্রহের মূলবিন্দু ইতিহাস। ঐশ্বরিক যেকোনো জ্ঞান, মানবিক বিজ্ঞান, লৌকিক-অলৌকিক ধর্ম, আন্তর্জাতিক ধর্মদর্শন এবং ধর্মতত্ত্ব বিষয়েও তাঁর আগ্রহ প্রবল। সেই আগ্রহের বহিঃপ্রকাশ ঘটে সালাহউদ্দীন জাহাঙ্গীর এর বই সমগ্র-তে। ব্যক্তিগত পছন্দের কারণেই তিনি লেখেন মূলত ইতিহাস এবং ধর্মদর্শনের মিশেলে, যা প্রথাগত ধর্মীয় আবহের বাইরে গিয়ে নির্মাণ করেছে নতুন এক ভাষাভঙ্গি। 'প্রিয়তমা', 'মিরাতুল মামালিক : দ্য অ্যাডমিরাল', 'প্রিয় প্রেয়সী নারী', 'সেই হীরা', 'সিংহহৃদয়', 'বদরের বীর', 'ইতিহাসের জানালা', 'হৃদয়ের কথা বলিতে ব্যাকুল', 'সোরাকার মুকুট' ইত্যাদি সালাহউদ্দীন জাহাঙ্গীর এর বই সমূহ, যা বেশ ভালো মাত্রার পাঠকপ্রিয়তা পেয়েছে।

সংশ্লিষ্ট বই