Loading...

পরানবন্দী (পেপারব্যাক)

স্টক:

১৯২.০০ ১৪৪.০০

আমাদের অন্তরকে বানানোই হয়েছে এইভাবে। এই দিল অন্যকারও সংস্পর্শে ততটা উজ্জীবিত হয় না, যতটা হয় নবিজির ক্ষেত্রে। আমাদের আবেগ-ভালোবাসা-শিহরন সব উথলে ওঠে এই একটা নামের মধ্যেই। এইখানে এসে আমরা কোনো ছাড় দিতে রাজি না। মুহাম্মাদ স. আমাদের সম্মান, আমাদের গাইরত। তাঁকে ছেড়ে আমরা জান্নাতে যেতেও রাজি না।
নবি-প্রেমিক অনেক মানুষ সফর করেছেন তাঁর রওজায়। রওজাকে একবার যে স্বচোক্ষে দেখেছে, রিয়াজুল জান্নাতে যে একবার দুই রাকাত নামাজ পড়েছে, সে জানে দিলের হালত কেমন হয়। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে মনে হতে থাকে—হৃদয়টা বান্ধা আছে এই সবুজ গম্বুজের মধ্যে। আর যদি ফেরা না লাগত! কেউ যদি এসে তাড়া না দিত! আহ, কতই-না ভালো হতো! আর বাইতুল্লাহকে দেখে তো চোখের পানি অটোমেটিক ঝরতে থাকে। মনে হয় জীবনটা এখানেই কাটিয়ে দিই। “আমি শুয়ে আছি কাবার ছায়ায়, কেন আমাকে জাগিয়ে দেওয়া হবে! আমি আশ্রয় নিয়েছি জান্নাতের টুকরায়, কেন আমাকে ভিসার কথা বলে তাড়া দেওয়া হবে!” মন মানে না।
কিন্তু বেঁধে দেওয়া সময় ফুরিয়ে যায় চোখের পলকেই। দিলের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মনে হয়, এই দরজা ছেড়ে দু’কদম সামনে এগোলেই আমি মারা যাব।
এই বইতে হজের এমন মনোমুগ্ধকর বর্ণনাই স্থান পেয়েছে। ভ্রমণকাহিনী হিসেবে লেখক যা তুলে ধরেছেন, সেটা যে-কারও হৃদয়কে গলিয়ে দেবে। বইটি শেষ করে পাঠক বুঝতে পারবেন, মুমিনের পরান আসলে কোথায় বাধা আছে। পরানবন্দির জগতে আপনাকে স্বাগতম…
Porannodi,Porannodi in boiferry,Porannodi buy online,Porannodi by Dr. Shamsul Arafin,Porannodi Ebook,Porannodi Ebook in BD,Porannodi Ebook in Dhaka,Porannodi Ebook in Bangladesh,Porannodi Ebook in boiferry,পরানবন্দী,পরানবন্দী বইফেরীতে,পরানবন্দী অনলাইনে কিনুন,ডা. শামসুল আরেফীন এর পরানবন্দী,পরানবন্দী ইবুক,পরানবন্দী ইবুক বিডি,পরানবন্দী ইবুক ঢাকায়,পরানবন্দী ইবুক বাংলাদেশে
ডা. শামসুল আরেফীন এর পরানবন্দি এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 153.60 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Porannodi by Dr. Shamsul Arafinis now available in boiferry for only 153.60 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন পেপারব্যাক | ১৩২ পাতা
প্রথম প্রকাশ 2023-10-05
প্রকাশনী সন্দীপন প্রকাশন লিমিটেড
ISBN:
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

5
1 reviews

1-1 থেকে 1 পর্যালোচনা

  • পর্যালোচনা লিখেছেন 'MD. MIYAD HOSSAIN'
    পরানবন্দি। • লেখক তার সবটুকু আবেগ ঢেলে দিয়ে উমরাহ সফরনামা লিখেছেন। এ আবেগে কোন লৌকিকতা নেই,নেই কোন কৃত্রিমতা, এ আবেগ আসে পরানের গহীন থেকে,অনেক গহীন। 'আল্লাহু আলাম' আমার বিশ্বাস এ বইয়ের প্রতিটি ভাঁজে ভাঁজে লেখকের অশ্রু বিন্দু মিশে আছে। • শামসুল আরেফিন শক্তি স্যারের বেশকিছু বই পড়ার সৌভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ। সেই বইগুলো পড়ে নিজের অজান্তে চোখ বেয়ে পানি পড়েছে এমনটা বোধহয় পরানবন্দির আগে কখনো হয়নি। এতটা আবেগ ও দরদ দিয়ে আল্লাহ ও নবীপ্রেম কলমের ভাষায় প্রকাশ করা যায় বইটা না পড়লে হয়তো বুঝতেই পারতাম না। • নবীজির (সাঃ) শহরের প্রতি ভালোবাসা,আবেগ অনেক আগেই তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। সেই কালো গিলাফ, সবুজ গম্বুজ দেখার আকুতি অনেক পুরোনো। পরানবন্দি সেই ভলোবাসা,আবেগ,আকুতি আরো কয়েকগুণ বাড়িয়ে দিলো। • লেখক তার উমরাহর সফরনামার মাধ্যমে, কলমের ভাষায় বাইতুল্লাহ ও রবের প্রতি একজন বান্দার অকৃত্রিম ভালোবাসা এবং নবীপ্রেমের গভীরতা তুলে ধরার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ লেখক তার চেষ্টায় সফল। • লেখক বাইতুল্লাহ ও মদিনাতুল মনোয়ারার গুরুত্বপূর্ণ মসজিদ,পাহাড়,কূপ,রিয়াজুল জান্নাহ,জান্নাতুল বাকি সহ গুরুত্বপূর্ণ স্থানের সাথে সম্পর্কিত ঘটনা তুলে ধরেছেন এবং ছবির মাধ্যমে বইয়ের পাতায় দেখানোর চেষ্টা করেছেন। সেই সাথে বর্তমান সৌদি সরকার ও জনগণের গঠনমূলক সমালোচনাও করেছেন। • পরানবন্দি একবার পড়ে ফেলে রাখার জন্য নয়। বাইতুল্লাহ ও মদিনাতুল মনোয়ারার প্রতি আমাদের ভালোবাসা,আবেগ থাকলেও দুনিয়ার ব্যস্ততা ও সম্পদের মোহে আমরা ডুবে থেকে সেই ভালোবাসাকে দূরে সরিয়ে রাখি। পরানবন্দি হতে পারে আমাদের সেই সাথী যে কিনা বারবার আমাদের সেই ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয়,স্মরণ করিয়ে দেয় আমাদের পরান যে সেই কালো গিলাব ও সবুজ গম্বুজে বন্দি হয়ে আছে। সেই সাথে 'পরানবন্দি' হতে পারে উমরাহর গাইডলাইন। • হে আমার রব, আপনি আপনার হারাম বস্তু হতে বাঁচিয়ে আপনার হালাল রিযিক দ্বারা আমাকে পরিতুষ্ট করে,আপনার ঘর,রাসূল (সাঃ) এর শহর,যে শহর রাসূল (সাঃ ) এর পদচারণায় সোনার মদিনায় পরিণত হয়েছে, যে শহরের অলিতে-গলিতে রাসূল (সাঃ) ও তার সাহাবায়ে কেরামের পদচারণা রয়েছে,যে শহরে অসংখ্য নবী রাসূলের পদচারণা রয়েছে,যে শহরে যুগসৃষ্ট মানুষের পদচারণা রয়েছে সেই শহরের মেহমান করে নিন-আমিন। • আমিও আপনার বাইতুল্লাহর কালো গিলাব ধরে বলতে চাই হে আমার রব আমি পাপী, অনেক পাপী আপনি তো গাফফার, সাত্তার, রাহমান। ক্ষমা করে দিন,ক্ষমা করে দিন ইয়া রব। আমি ছাড়া তো আপনার অনেক বান্দা আছে আপনি ছাড়া তো আমার কোন মাবূদ নেই,রব নেই। আমিও চাই সেই সবুজ গম্বুজের নিচে, প্রিয়তমের রওজা মোবারকের সামনে দাড়িয়ে বলতে হে প্রিয়তম আপনাকে বড্ড বেশি ভালোবাসি, নিজের থেকেও অনেক বেশি। প্রিয়তমকে বলতে চাই বলেননা রবকে আমায় ক্ষমা করে দিতে,বলেন একটু,বলেন। আমার পরান যে বন্দি হয়ে থাকলো সেই কালো গিলাব আর সবুজ গম্বুজের প্রতীক্ষায়। • ইয়া রব , লেখককে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। লেখকের কলমে আরো বেশি বারাকাহ্ দান করুন। আমিন-ইয়া রব। ✍️পাঠক- Miyad
    February 01, 2024
ডা. শামসুল আরেফীন
লেখকের জীবনী
ডা. শামসুল আরেফীন (Dr. Shamsul Arafin)

বাংলাদেশের জনগণের বেশিরভাগই ইসলাম ধর্মে বিশ্বাসী, আর সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম জনগোষ্ঠীর নিজেদের ধর্মের বিভিন্ন বিষয়ে সম্যক জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হয় নানাবিধ পড়াশোনার। আর বিস্তৃত এই পড়াশোনার সুযোগ করে দিতে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণা ও আলোচনা নিয়ে এবং বিভিন্ন ইসলামি আদর্শ ও মতবাদমূলক বই রচনা করে সম্প্রতি আলোচনায় এসেছেন ডা. শামসুল আরেফীন। পেশাগত জীবনে তিনি একজন সরকারি চাকরিজীবী হলেও একজন মুসলমান হিসেবে ইসলামি আদর্শে বলীয়ান হয়ে তিনি রচনা করেছেন বেশ কিছু ইসলাম সম্পর্কিত বই, যেগুলোর কোনোটি রচিত হয়েছে গল্পের আকারে, আবার কোনোটি রচিত হয়েছে প্রবন্ধ হিসেবে। ইসলাম বিষয়ক এই লেখক জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালে। সাদামাটাভাবে জীবন পার করা শামসুল আরেফীন শিক্ষাজীবন অতিবাহিত করেছেন ক্যাডেট কলেজে। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ডা. শামসুল আরেফীন এর বই এদেশীয় মুসলমানদের মাঝে লাভ করেছে ব্যাপক জনপ্রিয়তা। ডা. শামসুল আরেফীন এর বই সমূহ-তে ইসলামি মতবাদ ও আদর্শ প্রকাশের পাশাপাশি ইসলামের বিভিন্ন বিষয়ের যৌক্তিক ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়েছে, এবং ইসলামের বিরুদ্ধে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়াও সমাজের বিভিন্ন বিষয়ের ইসলামি ব্যাখ্যা ও ইসলামি উপায়ে চলার ব্যক্তিগত ও পারিবারিক বিধানও উঠে এসেছে তাঁর বইগুলোতে। ডা. শামসুল আরেফীন এর বই সমগ্র এর মাঝে 'কষ্টিপাথর', 'ডাবল স্ট্যান্ডার্ড', 'মানসাঙ্ক' ইত্যাদি অন্যতম। মানুষকে দিনের শেষে সৃষ্টিকর্তার দেয়া সমাধানের পথেই ফিরে আসতে হবে- এ কথাই ফুটে ওঠে তার রচিত বইগুলোতে।

সংশ্লিষ্ট বই