ভূমিকা
আমার নাম এডওয়ার্ড জোসেফ স্নােডেন। আমি এক সময় সরকারের জন্য কাজ করতাম। কিন্তু এখন জনগণের জন্য কাজ করি। আমার প্রায় তিন দশক সময় লেগে যায় একটি পার্থক্যকে স্বীকার করতে। যখন তা বুঝতে পারলাম তখন এটি কর্মজীবনে আমাকে কিছুটা বিপাকে ফেলে দেয়। আমি এখন আমার সময়টুকু জনসাধারণকে রক্ষা করার কাজে ব্যয় করছি তাদের হাত থেকে যা একসময় আমার পরিচয় ছিল-সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)'র একজন গুপ্তচর ও তরুণ প্রযুক্তিবিদ, যে সুন্দর একটি পৃথিবী গড়ার উদ্দেশ্যে বের হয়েছে বলে একসময় আমি ভাবতাম।
আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটি (আইসি)-তে আমার ক্যারিয়ার মাত্র। সাত বছর স্থায়ী হয়েছিল। আমি ভেবে অবাক হই যে, এই সময়টা একটি দেশে আমার নির্বাসন জীবনের চেয়ে মাত্র এক বছর বেশি। যে নির্বাসিত জীবন আমি স্বেচ্ছায় গ্রহণ করিনি। এই সাত বছরের সময়কালে আমি আমেরিকান গুপ্তচরবৃত্তির ইতিহাসের সর্বাধিক উল্লেখযােগ্য পরিবর্তনে অংশ নিয়েছি। যে পরিবর্তন ছিল নির্দিষ্ট ব্যক্তিদের ওপর নজরদারি করা থেকে সমগ্র জনতার ওপর গণনজরদারি। আমি বিশ্বের সমস্ত ডিজিটাল যােগাযােগ সংগ্রহ করা, যুগের পর যুগ সেগুলাে সংরক্ষণ করা এবং ইচ্ছামতাে সেগুলাের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করাকে প্রযুক্তিগতভাবে সহজ করার জন্য সরকারকে সহায়তা করেছি।
৯/১১ এর পর আমেরিকার সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় আইসি’র মধ্যে অপরাধবােধ কাজ করছিল। পার্ল হারবারের ঘটনার পর ৯/১১ এর ঘটনা ছিল আমেরিকাতে হওয়া সবচেয়ে ধ্বংসাত্মক ঘটনা। এর প্রতিক্রিয়া হিসেবে আমেরিকার নেতৃবর্গ এমন একটি ব্যবস্থা তৈরির চেষ্টা করছিল, যা পুনরায় তাদের নিরাপত্তার ওপর আঘাত আসা থেকে রক্ষা করবে। এর ভিত্তি হবে প্রযুক্তি। যা তাদের রাষ্ট্রবিজ্ঞানে মেজর ও ব্যবসায় প্রশাসনে মাস্টার্স করা সেনাবাহিনীর জন্য ছিল ব্যতিক্রম এক বিষয়। সবচেয়ে গােপনীয় গােয়েন্দা সংস্থাগুলাের দরজা আমার মতাে তরুণ প্রযুক্তিবিদদের জন্য উন্মুক্ত হয়ে গেল। কম্পিউটারে অভিজ্ঞরা পৃথিবীকে তাদের অধিকারে নিয়ে নিল।
এডওয়ার্ড স্নোডেন এর পার্মানেন্ট রেকর্ড এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 340.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Permanent Record by Edward Snowdenis now available in boiferry for only 340.00 TK. You can also read the e-book version of this book in boiferry.