মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়টা হচ্ছে তার হিলিং পিরিওডটা। খুব ক্ষতবিক্ষত একটা আত্মা যখন তার ক্ষত সারিয়ে তোলে, সবাই ক্ষতহীন মানুষটাকে অ্যাপ্রিশিয়েট করে। কিন্তু প্রকৃতঅর্থে মানুষের উচিত অ্যাপ্রিশিয়েট করা তার সেই সময়টাকে, যেই সময়টাতে সে নিজেকে প্রস্তুত করে নেয় আগামীর জন্য। এই সময়টাতে মানুষ কাউকে খোঁজে, খুব পরিচিত কোনো প্রশস্ত বুক কিংবা কাঁধের আকাঙ্ক্ষা গলার কাছে এসে দলা পেকে যায়। এই সময়টাতে ভীষণরকম ক্ষুধামন্দা নিয়ে মানুষ ভাতের সাথে কান্না মিশিয়ে গিলে ফেলে হাহাকার। তারা জানে, এভাবেই একদিন চলে যাওয়ার ফলক লিখে রাখবে দূরত্বের বয়ান।
হিলিং পিরিওড পার করা মানুষগুলোর চোখ আলাদা রকমের গ্লো করে। পৃথিবীতে মায়া ছাড়া সবই ফুরায়। জীবনানন্দকে বুকে নিয়ে বললে বলতে হয়-- ‘নক্ষত্রের মতো প্রেমও তো ধীরে মুছে যায়, সেখানে ক্ষত, অভিমান, অভিযোগ তো নস্যি!’
বুকটা পেতে আগলে রাখা কারো বাঁধন খুলে দেয়া মানুষ, খুলে ফেলতে পারে যন্ত্রণার শেকলও। আমৃত্যু পাশে থাকার কথা দেয়া যে তুমুল প্রেম মুছে গেছে, তার সাথে তুলনা হয়, না-থাকা সময়ের যন্ত্রণাদের। বাদবাকি, যা কিছু মায়া রয়ে যায় দিনান্তের তা সুন্দর, পরিশোধিত, পরিমার্জিত। ক্ষত, অভিমান কিংবা অভিযোগের সাথে তার কোনো যোগাযোগ নেই।
দিনশেষে নিজের সাথে নিজের এতো যুদ্ধের পরও যতটুকু মায়া শীতের নরম-আরাম রোদের মতো গড়াগড়ি খায় বুকের ভেতর নতুন গজানো কচি ঘাসে, সেই মায়া ভীষণ পবিত্র। এই মায়া যে ছুঁতে পারেনি, সে হতদরিদ্র, সে শূণ্য, ভীষণ শূণ্য! আর যে এই মায়া বয়ে বেড়াতে পারে, তাকে কষ্ট দেয়ার ক্ষমতা বিধাতা কাউকে দেননি।
সামিরা রহমান এর পালাবদল এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 352.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Palabodol by Samira Rahmanis now available in boiferry for only 352.50 TK. You can also read the e-book version of this book in boiferry.