Loading...

অস্তাচলের আলো ঘরে যেতে চাই (হার্ডকভার)

লেখক: শওকত আলী

স্টক:

১৪০.০০ ১০৫.০০

একসাথে কেনেন

প্রয়াত বন্ধু কবি শাহেদ হুসেইনের প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান বিকেল ৪টায় । সাজিদ হাসান যাবার জন্য মনে মনে তৈরি সকাল থেকেই। কিন্তু রওনা হওয়ার আগেই নেমে গেলাে বৃষ্টি, বেরুতে পারলেন না। তাই বলে কি এক সময়ের ঘনিষ্ঠতম বন্ধুর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়া বন্ধ থাকবে? তাই রিকশা নিয়ে ট্রাফিক জ্যামের ভেতর দিয়ে পুরানা পল্টনের মােড়ে পৌছতে পৌছতে দেরি যেমন হয়, তেমনি জামাকাপড় জবজবে না হলেও অনেকটাই ভিজে যায়। ওদিকে সভার কাজ যথাসময়েই আরম্ভ হয়ে গিয়েছিলাে। অনুষ্ঠানের অর্ধেকটাই পার হয়ে গেছে। লােকজন যে খুব বেশি, তা নয়। তবে একেবারে কমও নয়। খ্যাতিমান কবি-সাহিত্যিকদের মধ্যে কয়েকজনকেই দেখা গেলাে। মঞ্চের সামনের আসনগুলাে সবই ভর্তি। শুধু পেছনের সারিতে, শেষের দিকে কয়েকটা আসন খালি ছিলাে। অগত্যা সেই আসনগুলাের একটাতে গিয়ে বসতে হলাে। এবং মঞ্চের দিকে তাকিয়ে মনােযােগী হতে হলাে। মঞ্চে মাইকের সামনে দাড়িয়ে তখন একজন বয়স্ক মহিলা বক্তৃতা করছিলেন। চশমা খুলে দুচোখ কচলে চশমা আবার চোখে লাগিয়ে সাজিদ দেখেন, কিন্তু পুরােপুরি চিনতে পারেন না, অথচ চেনাচেনা লাগে। শুধু চেহারাতে নয়, গলার স্বরেও। পাশের আসনের একজন তরুণের দিকে ঝুঁকে নিচু গলায় জিজ্ঞেস করেন, মহিলাটি কে? তাে শােনেন, উনি হচ্ছেন এনজিও প্রতিষ্ঠান ‘এসাে কাজ করি'র ডিজি মনজিলা মাসুদ- কবি শাহেদ হুসেইনের কবিতার একজন ভক্ত পাঠক। | নাম পরিচয় শােনার পর নজর স্থির করে মঞ্চের দিকে তাকাতে হলাে। হ্যা, এবার চিনতে পারেন। দেহের গড়ন এখনাে প্রায় একই রকম, মুখের চামড়ায় বােধহয় ভাঁজ পড়েছে, রঙটাও আগের মতাে উজ্জ্বল নয়। আর চোখে চশমা। তবু দিব্যি চেনা যায়। আর গলার স্বরও তেমন একটা বদলায়নি। চিনতে পারার পর আরও বেশি মনােযােগী হতে হয়। যৌবনকালের সবচাইতে ঘনিষ্ঠ এবং প্রয়াত বন্ধু সম্পর্কে কী বলা হচ্ছে, তা শুনবেন না? আর বলছেন অন্য কেউ নয়, বন্ধুরই একজন প্রিয় মানুষ। মঞ্চের দিকে চোখ যেমন রাখতে হয়, তেমনি কানও পাতা
Ostachaler Alo Ghore Jete Chai,Ostachaler Alo Ghore Jete Chai in boiferry,Ostachaler Alo Ghore Jete Chai buy online,Ostachaler Alo Ghore Jete Chai by Sowkot Ali,অস্তাচলের আলো ঘরে যেতে চাই,অস্তাচলের আলো ঘরে যেতে চাই বইফেরীতে,অস্তাচলের আলো ঘরে যেতে চাই অনলাইনে কিনুন,শওকত আলী এর অস্তাচলের আলো ঘরে যেতে চাই,9847008700713,Ostachaler Alo Ghore Jete Chai Ebook,Ostachaler Alo Ghore Jete Chai Ebook in BD,Ostachaler Alo Ghore Jete Chai Ebook in Dhaka,Ostachaler Alo Ghore Jete Chai Ebook in Bangladesh,Ostachaler Alo Ghore Jete Chai Ebook in boiferry,অস্তাচলের আলো ঘরে যেতে চাই ইবুক,অস্তাচলের আলো ঘরে যেতে চাই ইবুক বিডি,অস্তাচলের আলো ঘরে যেতে চাই ইবুক ঢাকায়,অস্তাচলের আলো ঘরে যেতে চাই ইবুক বাংলাদেশে
শওকত আলী এর অস্তাচলের আলো ঘরে যেতে চাই এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 112.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Ostachaler Alo Ghore Jete Chai by Sowkot Aliis now available in boiferry for only 112.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন হার্ডকভার | ১১২ পাতা
প্রথম প্রকাশ 2009-02-01
প্রকাশনী জাগৃতি প্রকাশনী
ISBN: 9847008700713
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

শওকত আলী
লেখকের জীবনী
শওকত আলী (Shawkat Ali)

শওকত আলীর (জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৩৬ - ২৫ জানুয়ারি, ২০১৮)। জন্মস্থান পশ্চিম বাংলার পশ্চিম দিনাজপুর জেলার রায়গঞ্জ। স্কুলের পড়াশোনা শ্ৰীরামপুর ও রায়গঞ্জে। দেশ-বিভাগের চার বছর পর তাঁর চিকিৎসক পিতা সপরিবারে দিনাজপুর শহরে চলে এলে শওকত আলী সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে কলেজ শিক্ষকতায় নিয়োজিত হন। ঢাকার জগন্নাথ কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে দীর্ঘ পাঁচিশ বছর অধ্যাপনা করার পর বর্তমানে তিনি সরকারী সংগীত মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে কর্মরত। একটি ছোট উপন্যাস ‘পিঙ্গল আকাশ” (১৯৬৪) তাঁর প্রথম প্রকাশিত বই। এর পর প্রকাশিত হয়েছে। দুটি ছােটগল্প সংকলন ও একটি উপন্যাস। শিশুকিশোরদের জন্যেও তিনি লিখে থাকেন। বাংলা ছোটগল্পে বিশেষ অবদান রাখার জন্য শওকত আলী বাঙলা একাডেমি পুরস্কার পান ১৯৬৮ সালে। ১৯৭৭ সালে বাংলাদেশ লেখক শিবির তাঁকে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার প্রদান করে। এ ছাড়াও তাঁকে ১৯৮৩ সালে অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার, ১৯৮৬ সালে ফিলিপূস সাহিত্য পুরস্কার, ১৯৮৯ সালে আলাওল সাহিত্য পুরস্কার এবং ১৯৯০ সালে রাষ্টিয় পুরস্কার ২১শের পদকে ভূষিত করা হয়। নৃতত্ত্ব, সমাজবিজ্ঞান ও ইতিহাসে তাঁর আগ্ৰহ অত্যন্ত গভীর। বাংলার প্রায়—লুপ্ত ও ঝাপসা ইতিহাসে তাঁর সৃজনশী অনুসন্ধান আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করতে সাহায্য করেছে।

সংশ্লিষ্ট বই