অভিমত
রাফান আহমেদের ‘অবিশ্বাসী কাঠগড়ায়’ বইটির পাণ্ডুলিপি পড়লাম। এর আগে নতুন করে পড়লাম হুমায়ুন আজাদের ‘আমার অবিশ্বাস’। দেখলাম, হুমায়ুন আজাদের খণ্ডিত যুক্তিগুলোকে রাফান আহমেদ হুলুস্থুল রেফারেন্স আর যুক্তির বোমা বর্ষণে রীতিমতো ধ্বসিয়ে দিয়েছেন। ... কন্টেন্টের কারণে নয়, একতরফা খোলা মাঠে ফাঁকা গোল দেওয়ার মতো করে শিক্ষিত বাংলা ভাষীদের মধ্যে ইতোমধ্যে হুমায়ুন আজাদের বইটি বহুলভাবে পঠিত হয়েছে। একারণে এই বইটির প্রতিপাদ্য বিষয়ের প্রত্যুত্তর হিসাবে রাফান আহমেদের ‘অবিশ্বাসী কাঠগড়ায়’ বইটির প্রকাশ অত্যন্ত সময়োপযোগী হয়েছে। ... উনার যুক্তির মেজর ফ্লগুলো দেখিয়ে দিতে হলে আমাকেই বরং কয়েকটা ঢাউস সাইজের বই লিখতে হবে। অবশ্য সংশ্লিষ্ট ব্যক্তির বটম-লেভেলের কাণ্ডজ্ঞান ও বুদ্ধিবিবেচনা সক্রিয় থাকা সাপেক্ষে হুমায়ুন আজাদের মতো বুদ্ধি-ব্যবসায়ীদের দ্বারা সংক্রমিত যুক্তিবিরোধী অবিশ্বাসের ভাইরাস হতে সুরক্ষা বা এ ধরনের প্রাণঘাতী সংক্রমণ হতে বাঁচার জন্য রাফান আহমেদের অত্যন্ত চমৎকার এই বইটা যে-কারও জন্য যথেষ্ট হতে পারে।
- মোহাম্মদ মোজাম্মেল হক
দক্ষিণ ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
হুমায়ুন আজাদের ‘আমার অবিশ্বাস’ হলো মুক্তি বুদ্ধি চর্চার নামে নির্জলা মিথ্যাচারের সমাবেশ। সাধারণ পাঠককে বিভ্রান্ত করতে বইটিতে তিনি স্রষ্টা, ধর্ম ও বিশ্বাস নিয়ে অ-যুক্তি ও কুযুক্তির আবর্জনা উদ্গিরণ করেছেন। যেই বিজ্ঞানে আজাদ সাহেবদের অন্ধবিশ্বাস, সেই বিজ্ঞানের অসংখ্য রেফারেন্স দিয়েই রাফান আহমেদ উক্ত আবর্জনাকে ধুয়েমুছে পরিস্কার করে দিতে সচেষ্ট হয়েছেন তার নতুন বই-এ। ‘অবিশ্বাসী কাঠগড়ায়’ নাস্তিকতার অন্ধ কূপে যুক্ত করেছে আরেকটি আলোর মশাল।
- ডা.আবদুল্লাহ সাঈদ খান, এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
সহলেখক : প্রত্যাবর্তন
২০১৭ সালে একটি আলোক মশাল জ্বলে উঠেছিল। অন্ধকারের তেলাপোকাদের পানির ছিটায় নেভানো যায়নি তাকে। মশালটা এখন বিশাল আগ্নেয়গিরিতে রূপান্তরিত হয়েছে। সে আগ্নেয়গিরির উত্তাপে ধরণির যত জঞ্জাল আছে সবধুয়ে-মুছে সাফ হয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। সতেরোতে জ্বলে ওঠা মশালটিকে যত্নে আগলে রেখে সেটাকে আগ্নেয়গিরিতে পরিণত করতে যারা লড়াই করেছেন, তাদের অন্যতম সারথি ডা. রাফান ভাই। আল্লাহ তার লেখায় বারাকাহ দান করুন। আমীন।
- জাকারিয়া মাসুদ, লেখক :সংবিৎ, ভ্রান্তিবিলাস | সহলেখক : সত্যকথন, প্রত্যাবর্তন
হুমায়ুন আজাদ অনেকগুলো দুষ্টপোকা ছেড়ে গেছেন কিছু কিছু তরুণের মাথায়। সেই পোকাগুলো তাদের কুটকুট কামড়ায় আর সেই কামড়ের বিষে আক্রান্ত হয়ে এরা কেন যেন কামড়াতে ছোটে মুসলিমদের। যদিও সেই কামড়েনা আছে প্রজ্ঞা না আছে বোধ। তবুও তারা কামড়াতে ছোটে। এটা আসলে অসুস্থতা, মানসিক অসুস্থতা। তবে এই অসুস্থতায় হতাশ হবার কিছু নেই। এর ঔষধ এসে গেছে! এই অসুখের চিকিৎসা করতে গেলে, হুমায়ুন আজাদের ছেড়ে দেওয়া দুষ্ট পোকাগুলো মাথা থেকে বের করতে খেতে হবে… থুক্কু, পড়তে হবে—‘অবিশ্বাসী কাঠগড়ায়’!
- আখতার মাহমুদ | সাহিত্যিক
লেখক : অবিশ্বাসীর মনস্তত্ব
রাফান আহমেদ এর অবিশ্বাসী কাঠগড়ায় এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 333.60 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Obishhashi Kathgoray by nullis now available in boiferry for only 333.60 TK. You can also read the e-book version of this book in boiferry.