”মুসলিম চরিত্র” বইয়ের কিছু পিছনের কভারের লেখা:
দীর্ঘ সময় ধরে তামাম দুনিয়ায় তাদের ঘোড়ার খুর ছুটত। গৌরবান্বিত মুসলিম জাতির আজকের দিনে ক্রমান্বয়ে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণিত হওয়ার অন্যতম মৌলিক কারণ নৈতিক চরিত্রের চরম অবনতি।
মুসলিম জাতিসত্তার অতীত শৌর্যবীর্য ও নেতৃত্বের প্রধান হাতিয়ার ছিল এক আল্লাহতে বিশ্বাস আর দৃঢ় চারিত্রিক শক্তি। একঝাঁক নৈতিকতাসম্পন্ন মানুষের চারিত্রিক ছোঁয়ায় অসভ্য পৃথিবী সভ্য হয়ে উঠেছিল; পুরো দুনিয়া তাদের বরণ করে নিয়েছিল।
কালের আবর্তে পার্থিব মোহে ঢিলে হয়ে যায় এই শক্তির বাঁধন, ছিন্নভিন্ন হয়ে পড়ে মুসলিম উম্মাহ। সেখানে জন্ম নেয় নানান চারিত্রিক রোগ-জীবাণু আর তাতে আক্রান্ত হয়ে পড়ে মুসলিম বিশ্ব। এক সময়ের প্রতাপশালী জাতি ক্রিড়নক হয়ে পড়ে অধঃপতিত জাতিসমূহের বাহুডোরে।
বিশৃঙ্খলতার সমুদ্রের মাঝে ডুবে থাকা সত্ত্বেও আমরা অতীতের সোনালি অধ্যায় ফিরে পাওয়ার লড়াই করতে চাই। এই লড়াইয়ের মোক্ষম অস্ত্র চরিত্র। নৈতিক চরিত্রে বলিয়ান হওয়া ছাড়া আমাদের ঘুরে দাঁড়ানো একেবারেই অসম্ভব। আমাদের চরিত্র মডেল সাইয়্যেদুল মুরসালিন রাসূলুল্লাহ (সা.) এবং সাহাবা আজমাইন। এই গ্রন্থে আমরা সুন্নাহর চোখে চরিত্র গঠনের অবকাঠামো দেখব।
Muslim Choritro,Muslim Choritro in boiferry,Muslim Choritro buy online,Muslim Choritro by Shaykh Muhammad Al Ghazali,9789848254080,Muslim Choritro Ebook,Muslim Choritro Ebook in BD,Muslim Choritro Ebook in Dhaka,Muslim Choritro Ebook in Bangladesh,Muslim Choritro Ebook in boiferry,মুসলিম চরিত্র ,মুসলিম চরিত্র বইফেরীতে,মুসলিম চরিত্র অনলাইনে কিনুন,শাইখ মুহাম্মাদ আল গাজালী এর মুসলিম চরিত্র ,মুসলিম চরিত্র ইবুক,মুসলিম চরিত্র ইবুক বিডি,মুসলিম চরিত্র ইবুক ঢাকায়,মুসলিম চরিত্র ইবুক বাংলাদেশে
শাইখ মুহাম্মাদ আল গাজালী এর মুসলিম চরিত্র এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 189.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Muslim Choritro by Shaykh Muhammad Al Ghazaliis now available in boiferry for only 189.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন |
হার্ডকভার | ২০৮ পাতা |
প্রথম প্রকাশ |
2021-05-08 |
প্রকাশনী |
গার্ডিয়ান পাবলিকেশনস |
ISBN: |
9789848254080 |
ভাষা |
বাংলা |
ক্রেতার পর্যালোচনা
1-3 থেকে 3 পর্যালোচনা
-
পর্যালোচনা লিখেছেন 'Rakibul Hassan'
"কোন ইসলামের কথা বলেন! আমার মুসলিম রুমমেইট কে আমি জুম্মার দিন ছাড়া কখনো নামাজ পড়তে দেখিনি এবং সে ১০০ টা কথার ভিতরে ৯৯ টা কথাই মিথ্যা বলে,এর থেকে তো আমি ভালো, সকাল সন্ধ্যায় পূজা দেই! ইসলামের দাওয়াত দিতে আসা দ্বীনি ভাইটি লজ্জায় কুঁকড়ে গেলো।
বর্তমানে বিধর্মীদের দাওয়াত দিতে গেলে এমন কথার আক্রমণের শিকার হওয়া স্বাভাবিক। বর্তমান মুসলিমরা তাদের শিকড় থেকে দূরে সরে গিয়েছে ফলে তাদের উন্নত চরিত্রে বলে সমাজে যে উচ্চাশনে বলিয়ান হওয়ার কথা ছিল তারা তাতে সমাসীন নয়।একজন মুসলিম চরিত্র যে কতগুলো উন্নত ও নৈতিক বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত হয় সে সম্পর্কে খুব কমই ধারণা রাখে।
রসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী ও ওলামায়ে কেরাম যুগে যুগে একমাত্র তাদের চরিত্র বলেই ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়েছেন তাদের চরিত্র মাধুর্য মুগ্ধ হয়েই দলে দলে লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে।তাদের চালচলন আমানত দ্বীনদারী লেনদেনসহ সর্বকাজে ছিল ইসলামে আখলাক-চরিত্র তাই তাদের দ্বারা ইসলামের প্রচার ও প্রসারের মাধ্যমে বিশ্ব বিজয় সম্ভবপর হয়েছিল।
ইন্দোনেশিয়া,মালয়েশিয়া,ভারত ও আফ্রিকায় ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিলো ইসলাম কোন শক্তির বলে? কিভাবে ইসলাম সে দেশের হাজার হাজার মানুষের অন্তরকে আকৃষ্ট করেছিলো?নিশ্চয়ই তরবারীর ভয়ে নয় বরং ব্যবসায়ী ও দায়ীদের চরিত্র ও ব্যক্তিগত আমল দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে।
বইটি কি নিয়েঃ
ইংরেজিতে একটি প্রবাদ আছে,
"A Beautiful name is better than a lot of Wealth"
বইটির নামই বইটির বিষয় বস্তু প্রকাশ করে দিচ্ছে।
আমরা আমরা বিক্ষিপ্তভাবে অনেকেই মুসলমানদের চরিত্রের অনেক বিষয়াবলী সম্বন্ধে জানি। একজন আদর্শ মুসলমানের চরিত্র কেমন হতে পারে তার একটি পরিপূর্ণ প্রতিচ্ছবি এই বইটিতে ফুটে উঠেছে।
বইটি কেন পড়বেনঃ
লেখক বইটিতে নিজ থেকে খুব একটা কিছু বলেননি বরং তিনি প্রতিটি বক্তব্যকে কুরআন বা হাদীসের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন। যে কারনে বইটি নির্ভর যোগ্য।বইটি কোন দল বা গোষ্ঠীর জন্য নির্দিষ্ট নয় বরং সব শ্রেণীর মুসলমানের জন্য। যে কোন মানুষ বইটি পড়লে নিজের চরিত্র গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করার পাশাপাশি চরিত্র সংশোধনের উপকরণ পাবেন।
বিষয় বস্তুঃবইটিতে ষোলো টি অধ্যায় রয়েছে। প্রথমেই ইসলামে নৈতিকতার অবস্থান, নির্জীব অন্তর, প্রাণহীন ইবাদতের মূল নৈতিকতার ঘাটতি, আদর্শ চরিত্র গুরত্ব ইত্যাদি নিয়ে আলোচনা গড়িয়েছে
হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত,রাসূল বলেছেন- "পানি যেভাবে বরফকে গলিয়ে দেয় , সৎ চরিত্র সেইভাবে গুনাহগুলােকে নষ্ট করে দেয় । আর সিরকা বা ভিনেগার যেভাবে মধুকে নষ্ট করে দেয় , অসৎ চরিত্র ঠিক সেইভাবেই নেক আমলগুলােকে নষ্ট করে)দেয় ।" (তাবানি : ১০৭৭৭ ; শুআবুল ঈমান : ৭৬৭৩)
তিনি আরো বলেন,"কিয়ামতের দিন একজন মুমিনের জন্য তার উত্তম চরিত্রের চেয়ে আর ভারী ও ওজনদার কিছুই হবে না । আল্লাহ তায়ালা অশ্লীলতা ও কটুভাষীদের মােটেই পছন্দ করেন না । যার চরিত্র ভালাে , তার সালাত , সিয়াম ও অন্যান্য ইবাদতের মানও উত্তমই হবে । "( তিরমিজি : ২০০৩)
এরপরে সততা এবং সত্যবাদিতার গুরুত্ব অধ্যায়ে দৈনন্দিন জীবনে সততা সংক্রান্ত বিভিন্ন পয়েন্ট আউট করা হয়েছে যেমন সন্তান প্রতিপালনে মিথ্যা না বলা, প্রতিশ্রুতি ভঙ্গ, ব্যবসা-বাণিজ্যে সততা। আস্থা আমানতদারীতা, ইখলাস, কথাবার্তা আদব, অন্তরের পরিছন্নতা( অধ্যায়টি ভালো লেগেছে) ধৈর্য, ক্ষমা, মানবপ্রীতি ইত্যাদি অধ্যায়ে জীবন ঘনিষ্ঠ আলোচনার সাথে সাথে দেওয়া হয়েছে হাদিস এবং কুরআন থেকে রেফারেন্স যার ফলে লেখার গাঁথুনি হয়েছে মজবুত ও শক্তিশালী।
লেখকঃশায়েখ মোহাম্মদ আল গাজ্জালী আহমদ অাল সাকা একজন বিশ্ব বিখ্যাত ইসলামী চিন্তাবিদ। তিনি মিশরে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, কাতার বিশ্ববিদ্যালয় এবং আলজেরিয়ার আবদ আল কাদির বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেন। লেখক হিসেবে মোট ৯৪ টি বই লিখেছেন।তার রচনাবলী মিশরের প্রজন্মের পর প্রজন্ম কে ব্যাপকভাবে উজ্জীবিত করেছে। ১৯৪৮সালে ফিলিস্তিন যুদ্ধ অংশ নেওয়ার অপরাধে মিশরের সরকার উনাকে গ্রেফতার করেন।তাকে মিশরের ইসলামের উথানের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।
অনুবাদকঃ
বইটির অনুবাদক চতুরমুখী মেধাবী আলি আহমদ মাবরুর। মানারাত ইউনিভার্সিটির কলা সমাবর্তনে কলা অনুষদের পক্ষে তিনি একমাত্র গোল্ড মেডেল প্রাপ্ত ছাত্র ছিলেন।তার প্রথম অনূদিত গ্রন্থ ‘ডেসটিনি ডিজরাপ্টেডঃ পৃথিবীর চোখে ইসলামের ইতিহাস’ তুমুল পাঠকপ্রিয় বই।
শেষ কথাঃ আমাদের অনৈতিক চরিত্রের চারা গাছটি মহিরুহতে রূপান্তরিত হওয়ার আগেই তাকে উপড়ে ফেলতে হবে।নীতিহীনতা সমূলে উৎপাটনে বইটি অগ্রপথিকের ভূমিকা পালন করবে।ইনশাআল্লাহ।
June 30, 2022
-
পর্যালোচনা লিখেছেন 'Sujon'
আবদুল্লাহ বিন আমর রা. থেকে বর্ণিত। একবার রাসূল ﷺ আমাদের প্রশ্ন করলেন- "আমি কি তোমাদের বলব, কোন ব্যক্তি আমার সবচেয়ে প্রিয় কিংবা শেষ বিচারের দিনে কে আমার সবচেয়ে নিকটে থাকবে?" এই প্রশ্নটি তিনি নিজ থেকেই সেদিন দু-তিনবার করেছিলেন। সবাই তাঁর কাছে উত্তর জানতে চাইল। তিনি বললেন- "সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে উত্তম" আহমদ : ৬৭৩৫
এ থেকেই বোঝা যায় ইসলামে উন্নত চরিত্র গঠনের প্রতি কতটা জোর দিয়েছেন! এখন প্রশ্ন হলো উন্নত চরিত্র কী!
সালাত, সাওম, হজ্জ, যাকাত আদায় করা? নাকি সত্যবাদিতা, ন্যায়বিচার, আমানতদারিতা? কিংবা প্রতিশ্রুতি রক্ষা করা, ধৈর্যশীলতা, ক্ষমাশীলতা, নৈতিকতা ও দান-সাদাকা করা? অথবা অন্যকোনো একক গুণাবলি?
না, এককভাবে এগুলোর কোনোটিই নয়। এগুলোর কোনোটি কোনো মুসলিমের মধ্যে থাকলে তা ঐ মুসলিমের এক বা একাধিক গুণ বলা যেতে পারে। কিন্তু তা একজন আদর্শ মুসলিমের চরিত্র হতে পারে না। বরং হযরত মুহাম্মাদ ﷺ এর আদর্শ অনুসরণ অর্থাৎ এসকল গুণাবলির চর্চা করা এবং তা জীবনে প্রতিফলন করাই হলো উন্নত চরিত্র। কেননা, আল্লাহ বলেন-
'যারা আল্লাহ ও শেষ বিচারের দিনের ওপর ঈমান এনেছে এবং আল্লাহকে বার বার স্মরণ করে, তাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ।' সূরা আহজাব : ২১
একজন আদর্শ মুসলিমের চরিত্র কেমন হতে পারে- তার একটি পরিপূর্ণ প্রতিচ্ছবি 'মুসলিম চরিত্র' বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই বইটি আমাদের নতুন করে ভাবতে শেখাবে, যা আমাদের চরিত্রকে নতুন করে নির্মাণ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের চরিত্রকে নতুন করে নির্মাণের প্রতি সচেষ্ট হয়ে উঠি তাহলে তার সুফল একক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং এর সুফল ভোগ করবে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সমগ্র মুসলিম জাতি।
May 06, 2023
-
পর্যালোচনা লিখেছেন 'Sujon'
আবদুল্লাহ বিন আমর রা. থেকে বর্ণিত। একবার রাসূল ﷺ আমাদের প্রশ্ন করলেন- "আমি কি তোমাদের বলব, কোন ব্যক্তি আমার সবচেয়ে প্রিয় কিংবা শেষ বিচারের দিনে কে আমার সবচেয়ে নিকটে থাকবে?" এই প্রশ্নটি তিনি নিজ থেকেই সেদিন দু-তিনবার করেছিলেন। সবাই তাঁর কাছে উত্তর জানতে চাইল। তিনি বললেন- "সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে উত্তম" আহমদ : ৬৭৩৫
এ থেকেই বোঝা যায় ইসলামে উন্নত চরিত্র গঠনের প্রতি কতটা জোর দিয়েছেন! এখন প্রশ্ন হলো উন্নত চরিত্র কী!
সালাত, সাওম, হজ্জ, যাকাত আদায় করা? নাকি সত্যবাদিতা, ন্যায়বিচার, আমানতদারিতা? কিংবা প্রতিশ্রুতি রক্ষা করা, ধৈর্যশীলতা, ক্ষমাশীলতা, নৈতিকতা ও দান-সাদাকা করা? অথবা অন্যকোনো একক গুণাবলি?
না, এককভাবে এগুলোর কোনোটিই নয়। এগুলোর কোনোটি কোনো মুসলিমের মধ্যে থাকলে তা ঐ মুসলিমের এক বা একাধিক গুণ বলা যেতে পারে। কিন্তু তা একজন আদর্শ মুসলিমের চরিত্র হতে পারে না। বরং হযরত মুহাম্মাদ ﷺ এর আদর্শ অনুসরণ অর্থাৎ এসকল গুণাবলির চর্চা করা এবং তা জীবনে প্রতিফলন করাই হলো উন্নত চরিত্র। কেননা, আল্লাহ বলেন-
'যারা আল্লাহ ও শেষ বিচারের দিনের ওপর ঈমান এনেছে এবং আল্লাহকে বার বার স্মরণ করে, তাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ।' সূরা আহজাব : ২১
একজন আদর্শ মুসলিমের চরিত্র কেমন হতে পারে- তার একটি পরিপূর্ণ প্রতিচ্ছবি 'মুসলিম চরিত্র' বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই বইটি আমাদের নতুন করে ভাবতে শেখাবে, যা আমাদের চরিত্রকে নতুন করে নির্মাণ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের চরিত্রকে নতুন করে নির্মাণের প্রতি সচেষ্ট হয়ে উঠি তাহলে তার সুফল একক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং এর সুফল ভোগ করবে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সমগ্র মুসলিম জাতি।
May 06, 2023
লেখকের জীবনী
শাইখ মুহাম্মাদ আল গাজালী (Shaykh Muhammad Al Ghazali)
শাইখ মুহাম্মাদ আল গাজালী