Loading...

মৃতের আত্মহত্যা (হার্ডকভার)

লেখক: আবুল ফজল

স্টক:

২০০.০০ ১৬০.০০

একসাথে কেনেন

“মৃতের আত্মহত্যা " বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
‘মৃতের আত্মহত্যা' নামের গল্পটি কথাসাহি আবুল ফজল তাঁর শেষ বয়সে এসে স্বাধীন বাংলাদেশের প্রথম সামরিক শাসনের সময় সবরকম বাক স্বাধীনতা রুদ্ধ করা পরিবেশে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে রচনা করেছিলেন । উল্লেখ্য, আবুল ফজল জিয়াউর রহমানের বার বার। অনুরােধের প্রেক্ষিতে তিনটি শর্তে, যার অন্যতমটি বঙ্গবন্ধু হত্যার বিচার, জিয়াউর রহমানের সম্মতি নিয়ে তার উপদেষ্টা পরিষদে যােগ দেন । (যাগ দেবার পরপরই তিনি তার দেওয়া শর্ত বাস্তবায়নের অবস্থা সম্পর্কে সুযােগ পেলেই জিয়াকে প্রশ্ন করতেন । বেশ কিছুদিন পরও যখন বঙ্গবন্ধু হত্যার বিচারের কোন অগ্রগতি দেতে পেলেন না তখন তিনি গল্পের আবরণে বঙ্গবন্ধু হত্যার বিচার না করার প্রতিবাদ জানিয়ে এ গল্পটি লিখে ‘সমকাল' ম্যাগাজিনে প্রকাশের জন্য দেন । সমকালের সেই সংখ্যার সব কপি ছাপা সম্পন্ন হলে ভােরেই জিয়ার নির্দেশে পুলিশ ছাপাখানা থেকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। পরে অবশ্য ঐ ইস্যুটি গােপনে অনেক কপি হয়ে সুধী সমাজের হাতে চলে যায় । বর্তমান ‘মৃতের আত্মহত্যা’ নামের সংকলনটিতে তাঁর রচিত বঙ্গবন্ধু হত্যার ওপর আরও তিনটি ছােট গল্প প্রকাশিত হয়েছে। এ ছাড়াও ‘মৃতের আত্মহত্যা' গল্পটিতে যে ট্র্যাজিক নাটকীয়তা রয়েছে, তাকে ভিত্তি করে আরও কল্পনা ও বাস্তবসম্মত ঘটনা ও সংলাপ সংযােজন করে এটির একটি নাট্যরূপ রচনা করেন লেখক কন্যা মমতাজ লতিফ যা এ বইয়ের পরিশিষ্টে দেওয়া হয়েছে। বইটির গল্পগুলাে বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক ঘটনাকে উপজীব্য করে রচিত হওয়ায় এ সংকলনটির একটি ঐতিহাসিক ভূমিকা সব সময় থেকে যাবে।

Mrriter attohotta,Mrriter attohotta in boiferry,Mrriter attohotta buy online,Mrriter attohotta by Abul Fazal,মৃতের আত্মহত্যা,মৃতের আত্মহত্যা বইফেরীতে,মৃতের আত্মহত্যা অনলাইনে কিনুন,আবুল ফজল এর মৃতের আত্মহত্যা,978 984 04 1936 4,Mrriter attohotta Ebook,Mrriter attohotta Ebook in BD,Mrriter attohotta Ebook in Dhaka,Mrriter attohotta Ebook in Bangladesh,Mrriter attohotta Ebook in boiferry,মৃতের আত্মহত্যা ইবুক,মৃতের আত্মহত্যা ইবুক বিডি,মৃতের আত্মহত্যা ইবুক ঢাকায়,মৃতের আত্মহত্যা ইবুক বাংলাদেশে
আবুল ফজল এর মৃতের আত্মহত্যা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 127.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Mrriter attohotta by Abul Fazalis now available in boiferry for only 127.50 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন হার্ডকভার | ৭৯ পাতা
প্রথম প্রকাশ 2017-02-01
প্রকাশনী আগামী প্রকাশনী
ISBN: 978 984 04 1936 4
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

আবুল ফজল
লেখকের জীবনী
আবুল ফজল (Abul Fazal)

সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল ফজলের জন্ম চট্টগ্রামের সাতকানিয়ায়, ১ জুলাই ১৯০৩। সমাজ ও সংস্কৃতি, ধর্ম ও রাজনীতি, সাহিত্য ও শিক্ষা বিষয়ে তাঁর সাহসী ও খােলামেলা লেখার জন্য তাঁকে বাংলার বিবেক’ আখ্যা দেওয়া হয়। দীর্ঘকাল শিক্ষকতায় নিযুক্ত থাকা ছাড়াও আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশের রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম জীবনে কথাসাহিত্যিক হিসেবে তিনি ছিলেন বাংলা সাহিত্যে মুসলিম জীবন ও সমাজের অন্যতম রূপকার যা রবীন্দ্রনাথের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করেছিল। উত্তরজীবনে আবুল ফজল মূলত প্রাবন্ধিক ও চিন্তাবিদ। রাষ্ট্র। ও সমাজ বিষয়ে তার প্রাগ্রসর ভাবনা তাঁকে দিয়েছিল সর্বজনের শ্রদ্ধার আসন। গল্প-উপন্যাস, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথাদিনলিপি, ভ্রমন ও জীবনকাহিনি, অনুবাদ ও সম্পাদনা ইত্যাদি মিলিয়ে আবুল ফজল রচিত। গ্রন্থের সংখ্যা পঞ্চাশের মতাে। বাংলাসাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, প্রেসিডেন্টের রাষ্ট্রীয় পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, মুক্তধারা সাহিত্য পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক, আবদুল হাই সাহিত্য পদক ও স্বাধীনতা পদক লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে প্রদান করে সম্মানসূচক ডি.লিট.। ৪ মে ১৯৮৩ আবুল ফজল মৃত্যুবরণ করেন।

সংশ্লিষ্ট বই