একদেশে এক বিধবা মা ও তার একমাত্র পুত্র বাস করত। ছেলেটি এত অলস ছিল যে সে প্রতিদিন দুপুর বারােটা পর্যন্ত ঘুমাতে। উঠতাে ঠিক দুপুর বারােটায়। স্নান করত সপ্তাহে একবার। তার মা তাকে প্রতিদিন এসব অভ্যাসের জন্য বকুনি দিত। ছেলে তা গায়ে মাখত না।
একদিন ছেলেটি একটি মাছি মারার হাতপাখা বেত দিয়ে তৈরি করল। খেলার ছলে মাছি মারতে লাগল এবং এক হাজার মাছি মেরে ফেলল। মাছি
মারা এক হাজার পূর্ণ হলে সে তার মাকে বলল, মা, তুমি রাজার কাছে যাও ! গিয়ে বলবে, “মহারাজ, আমার ছেলে এক হাজার জীব মেরে ফেলেছে।” | মা ছেলের কথায় সম্মতি দিয়ে রাজার কাছে গেল। রাজা এক হাজার জীব মেরে ফেলার কথা শুনে অবাক হল। রাজা ভয় পেয়ে গেল। রাজা মনে মনে ছেলেটিকে কোন ভাল কাজে লাগানাের কথা চিন্তা করতে লাগল। রাজা মহিলাকে কিছু টাকা দিল এবং পরদিন ছেলেকে রাজসভায় পাঠানার কথা বলল। মহিলাটি কিছুদূর যাওয়ার পর রাজার কি যেন মনে হল। আবার মহিলাকে ডাকাল। রাজা বলল, আজ থেকে তােমার ছেলের নাম হবে “হাজারী মালাে”।
রণজিত সিংহ এর মণিপুরী রূপকথা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 100.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Monipuree Rupkotha by Ronjit Singhis now available in boiferry for only 100.00 TK. You can also read the e-book version of this book in boiferry.