মানুষটা ছবি আঁকেন, কোমলমতি শিশু-কিশোদের ছবি আঁকতে শেখান। আবার মাঝে মধ্যে গানও গাইতে দেখি। কিন্তু মানুষটা যে কবিতা লিখতে পারেন, তা আগে জানা ছিল না। একজন প্রতিভাবান মানুষ হিসেবে মো. আনিছুর রহমান দাদাভাই আঁকাআঁকি, সংগীতচর্চা ও লেখালেখিসহ বেশি কয়েকটি সত্তাকে একইসাথে লালন করেন। সত্যি, তাঁর এমন সৃজনশীল চর্চাবোধ দেখে মুগ্ধ আমি।
তিনি যেহেতু কবিতা লেখালেখি করেন, সেহেতু বই প্রকাশ করতে হবে, এটি সহজাত বৈশিষ্ট্য এবং সঠিক সিদ্ধান্ত। আমাকে তিনি যখন কবিতাগুলো পাঠিয়ে বললেন, ‘দাদাভাই, দেখেন তো আমার কবিতা দিয়ে বই হবে কিনা!’ আমি কবিতাগুলো পেয়ে পড়া শুরু করি। আর পড়ার পর কী বুঝলাম, তা এই মুখবন্ধে সংক্ষেপে বলাই আমার উদ্দেশ্য।
আমি সবসময় যে কথাটি বলে থাকি, কবিতার ভাষা হবে সহজ-সরল ও প্রাঞ্জল। মো. আনিছুর রহমান দাদাভাইয়ের কবিতা পড়ে প্রথম মন্তব্য এই যে তার কবিতাগুলো সহজভাবে লেখা হয়েছে। কোনো কবিতাতেই এমন কোনো কঠিন শব্দচয়ন তিনি করেননি, যা কিনা পাঠক বুঝতে পারবেন না। তিনি তাঁর সরল মনের ভাবনা থেকে খুব সরল ভাষায় কবিতাগুলো লিখেছেন।
এরপর যদি তাঁর কবিতার বিষয়বস্তুর দিকে নজর দিই, তাহলে এটি নির্দ্বিধায় বলতে হয় তিনি এমন একজন শিল্পী যে কিনা মানুষের মনের প্রেম-ভালোবাসা ও আবেগকে উপলব্ধি করতে পারেন। তার বেশ কিছু কবিতায় রোমান্টিকতার ছাপ মিলেছে। এছাড়া দেশ, সমাজ ও পারিপার্শ্বিক নানান বিষয়ে কবিতা লিখেছেন, যা তাকে গুণী লেখকের তালিকায় একদিন নাম লেখাতে সাহায্য করবে।
শুরুর দিকে বলেছিলাম, তিনি ছবি আঁকা শেখান। ‘মিশ্রণ আর্ট সঙ্গীত নিকেতন’ নামে তাঁর একটি প্রতিষ্ঠান আছে, যেটির নামকরণ থেকেই বইটির নামকরণ করেছেন। এর থেকে উপলব্ধি করা যেতে পারে, তিনি তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের অনুপ্রেরণা ও ভালোবাসা পেয়েছেন বইটি প্রকাশের ক্ষেত্রে। যখন তাঁর প্রিয় মানুষগুলোর হাতে ‘মিশ্রণ’ বইটি তুলে দেবেন, নিশ্চিত তিনি ভালোবাসায় সিক্ত হবেন। তাঁর প্রতি আমারও অগাধ ভালোবাসা জ্ঞাপন করছি। প্রিয় মানুষের প্রথম কাব্যগ্রন্থ ‘মিশ্রণ’ সবার মনে জায়গা করে নিক, সেই প্রত্যাশা রইল। শুভকামনা সবসময়।
মোহাম্মদ অংকন
কবি ও কথাসাহিত্যিক
মোঃ আনিছুর রহমান এর মিশ্রণ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 150.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Mishron by Md. Anisur Rahamanis now available in boiferry for only 150.00 TK. You can also read the e-book version of this book in boiferry.