Loading...

জয়বাংলা -সাক্ষাৎকার (১৯৭০-১৯৭৫) (হার্ডকভার)

সম্পাদক: শেখ হাসিনা, লেখক: নুরুল ইসলাম নাহিদ

স্টক:

৪০০.০০ ৩৩২.০০

‘‘জয়বাংলা -সাক্ষাৎকার (১৯৭০-১৯৭৫)"১ম ফ্লাপের কিছু কথা :
বঙ্গবন্ধু শেখ মুজিব-গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। তার প্রদত্ত সাক্ষাৎকার ও আলাপচারিতা। জয় বাংলা : সাক্ষাৎকার ১৯৭০-৭৫ গ্রন্থভুক্ত দেশি-বিদেশি লেখক, সাংবাদিক ও সাহিত্যিকদের সঙ্গে এই আলাপচারিতা ও সাক্ষাৎকার পড়তে পড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের | বিচিত্র-বর্ণিল-ব্যতিক্রম ও বর্ণাঢ্য জীবনের বহু অজানা অধ্যায়। উন্মােচিত হবে এবং তার মহৎ মানবিক, দক্ষ-দূরদর্শী রাজনৈতিক। ও রাষ্ট্রনৈতিক সত্তা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন। পুরােপুরি বুঝতে হলে তার এই ঐতিহাসিক গ্রন্থ জয় বাংলা : সাক্ষাঙ্কার ১৯৭০-৭৫ পড়তেই হবে।
ভূমিকা:
আব্বা ১৯৪৮ সাল থেকে ভাষা আন্দোলন শুরু করেন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলনের পথ বেয়েই স্বাধীনতা অর্জন। ১৯৭১ সালের ২৬শে মার্চ প্রথম প্রহরে ইপিআর-এর হেড কোয়ার্টাসের (পিলখানা) ওয়ারলেসের মাধ্যমে সকল জেলায় পুলিশের কাছে বার্তাটি পৌঁছে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য, বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য নিজের জীবনের সব আরাম-আয়েশ ত্যাগ করে দিনরাত পরিশ্রম করেছেন। | বাংলার দুখি মানুষের ভাগ্য পরিবর্তন করতে, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি দিতে চেয়েছেন। বাংলার শােষিত বঞ্চিত মানুষকে শােষণের হাত থেকে মুক্ত করে উন্নত ও আধুনিক জীবনের অধিকারী করতে চেয়েছেন। | যে-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা পেয়েছে, সেই সংগ্রামে অনেক ব্যথা-বেদনা, অশ্রু ও রক্তের ইতিহাস রয়েছে। অনেক ত্যাগের মধ্য দিয়ে মহৎ অর্জন করে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেষের ফ্লাপের কিছু কথা:
শেখ মুজিবুর রহমান গােপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত । মুসলিম পরিবারে ১৭ই মার্চ ১৯২০ সালে জন্মগ্রহণ করেন। পিতা শেখ। লুল্ফর রহমান ও মাতা শেখ সায়েরা খাতুনের চার কন্যা ও দুই পুত্রের । মধ্যে তৃতীয় সন্তান শেখ মুজিব। ১৯২৭ সালে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে। পড়াশােনা শুরু করেন। ৯ বছর বয়সে গােপালগঞ্জ পাবলিক স্কুলে । তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। পরে তিনি স্থানীয় মিশনারী স্কুলে লেখাপড়া। করেন। ১৯৪২ সালে এনট্রেন্স (এসএসসি) পাশ করেন। কলকাতা । ইসলামিয়া কলেজে মানবিক বিভাগে ইন্টারমিডিয়েট ক্লাসে ভর্তি হন। ১৯৪৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বি.এ. পাশ করেন ও ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে। ছাত্র থাকাবস্থায় ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে সােচ্চার। হলে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত। রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম। তার দল বায়ান্নোর ভাষা আন্দোলন, ১৯৬৬ সালে ৬-দফা আন্দোলন। এবং ১৯৬৯ সালে গণ-আন্দোলনে জনগণের গ্রহণযােগ্যতা অর্জন করে । ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। আসনে বিজয়ী করেন। তার এই অর্জন স্বাধীন ও সার্বভৌম । বাংলাদেশের অভ্যুদয়ের অন্যতম প্রেক্ষাপট রচনা করে।। ১৯৭১ সালে ৭ই মার্চ তিনি এক ঐতিহাসিক ভাষণে অসহযােগ আন্দোলনের ডাক দিয়ে ঘােষণা করেন, “এবারের সংগ্রাম আমাদের। মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” ঐ সংগ্রামের জন্য। তিনি জনগণকে “যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলেন। তিনি ২৬শে মার্চ স্বাধীনতার ঘােষণা দেন ও পাকিস্তানি সেনাবাহিনীর । হাতে গ্রেফতার হন। নির্বাচিত গণপ্রতিনিধিরা ১০ই এপ্রিল শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন। তারা স্বাধীনতার ঘােষণাপত্র জারি করেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে। মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে বিজয় অর্জন। হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে। ১০ই জানুয়ারি ১৯৭২ সালে বীরের বেশে স্বদেশে প্রত্যাবর্তন করেন।। বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব জীবদ্দশায়। কিংবদন্তি হয়ে ওঠেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ১৯৭৫ সালে রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত হন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতাবিরােধী অপশক্তির ষড়যন্ত্রে কতিপয় সেনাসদস্যের বুলেটের। আঘাতে সপরিবারে শাহাদাতবরণ করেন।

joybangla-sakkhatkar 1970 - 1975,joybangla-sakkhatkar 1970 - 1975 in boiferry,joybangla-sakkhatkar 1970 - 1975 buy online,joybangla-sakkhatkar 1970 - 1975 by Bongobondhu Sheikh Mujibur Rahman,জয়বাংলা -সাক্ষাৎকার (১৯৭০-১৯৭৫),জয়বাংলা -সাক্ষাৎকার (১৯৭০-১৯৭৫) বইফেরীতে,জয়বাংলা -সাক্ষাৎকার (১৯৭০-১৯৭৫) অনলাইনে কিনুন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জয়বাংলা -সাক্ষাৎকার (১৯৭০-১৯৭৫),9789845982719,joybangla-sakkhatkar 1970 - 1975 Ebook,joybangla-sakkhatkar 1970 - 1975 Ebook in BD,joybangla-sakkhatkar 1970 - 1975 Ebook in Dhaka,joybangla-sakkhatkar 1970 - 1975 Ebook in Bangladesh,joybangla-sakkhatkar 1970 - 1975 Ebook in boiferry,জয়বাংলা -সাক্ষাৎকার (১৯৭০-১৯৭৫) ইবুক,জয়বাংলা -সাক্ষাৎকার (১৯৭০-১৯৭৫) ইবুক বিডি,জয়বাংলা -সাক্ষাৎকার (১৯৭০-১৯৭৫) ইবুক ঢাকায়,জয়বাংলা -সাক্ষাৎকার (১৯৭০-১৯৭৫) ইবুক বাংলাদেশে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জয়বাংলা -সাক্ষাৎকার (১৯৭০-১৯৭৫) এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 332.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। joybangla-sakkhatkar 1970 - 1975 by Bongobondhu Sheikh Mujibur Rahmanis now available in boiferry for only 332.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন হার্ডকভার | ২২৪ পাতা
প্রথম প্রকাশ 2021-02-01
প্রকাশনী চারুলিপি প্রকাশন
ISBN: 9789845982719
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
লেখকের জীবনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (Bongobondhu Sheikh Mujibur Rahman)

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন আদর্শ দেশনেতা ও রাজনীতিবিদই নন, তাঁর ছিলো উল্লেখযোগ্য সাহিত্য প্রতিভা। বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে যিনি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ফলে তাঁকে অভিহিত করা হয়ে থাকে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে। মহান এই ব্যক্তির জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। তাঁর শৈশব কেটেছে গোপালগঞ্জেই, যার ফলে শিক্ষাজীবনের সূত্রপাতও সেখানে। ১৯৪২ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। স্কুল-কলেজের লেখাপড়া শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন, কিন্তু ছাত্র রাজনীতি ও বিভিন্ন ছাত্র আন্দোলনের সাথে গভীরভাবে জড়িয়ে যাওয়ায় তিনি আর পড়ালেখা শেষ করতে পারেননি। পাকিস্তান আমলে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে তিনি নানা কর্মসূচি গ্রহণ করেন, যার ফলে সরকারের রোষানলে পড়েন। রাজনৈতিক কারণে তিনি দিনের পর দিন জেল খেটেছেন। এমনকি স্বাধীনতা যুদ্ধ শুরুর প্রারম্ভে তাঁকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে গিয়ে জেলে আটকে রাখা হয়। এরপর দেশ স্বাধীন হলে দেশে ফিরে এসে তিনি দেশের শাসনভার গ্রহণ করেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের দায়িত্বভার গ্রহণ করেন। এতকিছুর পরও বঙ্গবন্ধু সাহিত্যকর্মে অংশ নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বই ২টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বই সমূহ মূলত আত্মজীবনীমূলক গ্রন্থ। 'কারাগারের রোজনামচা' ও 'অসমাপ্ত আত্মজীবনী' এই দুটি বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বই সমগ্র এর অন্তর্ভুক্ত। এই দুটি বই-ই প্রকাশিত হয়েছে তাঁর মৃত্যুর পর, তাঁর কন্যা শেখ হাসিনার উদ্যোগে। বঙ্গবন্ধু নিজে তেমন বই রচনা না করলেও তাঁকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য বই। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই এর মধ্যে শেখ হাসিনার লেখা 'শেখ মুজিব আমার পিতা', পীর হাবিবুর রহমানের 'পোয়েট অব পলিটিক্স', ফারুক চৌধুরীর 'স্মরণে বঙ্গবন্ধু', এম আর আখতার মুকুলের 'মুজিবের রক্ত লাল', শেখ শাহাদাতের 'বিপ্লবী নেতা শেখ মুজিব' ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা কতিপয় সেনাসদস্যের হাতে নিজ বাসভবনে সপরিবারে নিহত হন।

সংশ্লিষ্ট বই