১৯০৫ সালে প্রকাশিত ফ্রয়েডের “যৌনতার তত্বের তিন পাঠ” ভিষ্টোরীয় মানসিকতার। ধর্মীয় সমাজে বিস্তর নিন্দা কুড়িয়েছিল | “যৌনতার তত্ব নিয়ে তিনটি প্রবন্ধে ফ্রয়েড শিশুর মনোকানুকতাকে উপজীব্য করেছেন । এই ধারণা তখন নতুন না হলেও বৈজ্ঞানিক। মহলেও পর্যন্ত প্রতিবাদের ঝড় ওঠে। তারা৷ যৌনতার থেকে মনোযৌনতার প্রভেদ করতে পারেননি।
যৌনতার যে ধারণা আমরা বুঝে থাকি, । তাতে জীবনের পথ জুড়ে বয়ক্ষদের যৌন আচরণকে বোঝানো হয় । তা। মনোকামুকতার ধারণা থেকে ভিন্ন বা জীবনের জন্য প্রবৃতিতে যুক্ত রয়েছে, ব্যক্তি। ও প্রজাতির মধ্যে শাসন ও প্রতিযোগিতায়; অতএব তার এক বৃহত্তর পর্ব রয়েছে | ফ্রয়েড সতর্কতার সঙ্গে জননেন্ট্রিয়কেন্দ্রিক যৌনতার থেকে প্রতীক, প্রত, ও যৌন আকারকে স্বতন্ত্র করেন যার সঙ্গে জীবন প্রবৃতি জড়িয়ে রয়েছে। ফ্রয়েড যার নাম দেন লিবিডো” । লিবিডোর ধারণার সাহায্যে ফ্রয়েড মানব সাইকি ও তার কাজের । রেপ্রিজেন্টেশনে বিপ্লবী ও মহৎ স্থানের। অধিকারী হন । যৌনতার প্রবৃতি ও মানসিক। জীবনের সঙ্গে এর সহজাত সম্পর্ক | অনুধাবনে ফ্রয়েডের যুগান্তকারী অবদান। গড়ে তোলে। তার রচনা আরো অগ্রসর না। হবার যে ইতিহাসগত কারণ রয়েছে তাতে। অনেক বিষয়ের মত নারীর মনভ্তত্ব । অনুধাবনেও সীমাবদ্ধতা রয়েছে৷
সিগমুন্ড ফ্রয়েড এর যৌনতার তত্ত্বের তিন পাঠ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 165.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Jounatar Tatter Tin Path by Sigmund Freudis now available in boiferry for only 165.00 TK. You can also read the e-book version of this book in boiferry.