আল্লাহর প্রশংসা ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরুদ ও সালাম দিয়ে আরম্ভ করছি। ইসলাম চিরসত্য। সত্যকে কখনাে দমন করা যায় না। তবে কিছুদিন বা কিছু সময়ের জন্য এর অগ্রগতিকে কিছুটা শ্লথ করা যেতে পারে, এই যা। আমরা দেখতে পাচ্ছি অনেক বাধা-বিপত্তি প্রােপাগান্ডা পেরিয়ে মানবজাতি বিশেষ করে যুবসমাজ সত্য ও সুন্দরের পথে আসছে, দ্বীন ইসলামের আলাের পথে অগ্রসর হচ্ছে। দীর্ঘদিন ঘুমকাতুরে থেকে এবার আস্তে আস্তে সেই নিদ্রা ভাঙছে অনেকের। অত্যন্ত আনন্দের কথা।
কিন্তু সঠিক পথ পাবার পরে একে আজীবন ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষত এ যুগে এরকম চ্যালেঞ্জ আগেকার যেকোনাে যুগ থেকে অনেক বেশি ও সূক্ষ্ম। এসকল প্রতিবন্ধকতাই মূলত দ্বীনের পথে টিকে থাকার পরীক্ষাস্বরুপ। দ্বীনের প্রবেশের পর আমরা কি করি? বেশিরভাগই প্রান্তিকতায় ডুবে যাই৷ কেউ ইখতিলাফী বিষয়াদি নিয়ে ঘাঁটাঘাঁটি করাকেই দ্বীনের মূল মনে করি, কেউ আকীদার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিতর্কে ডুব না দিলে দ্বীনকে অপরিপূর্ণ ভাবে, অন্যেরা আবার ছােট ছােট বিষয়ে অপরকে বিভ্রান্ত না ভাবলে দ্বীনের চাহিদাকে অপূর্ণ মনে করে, আবার কেউ দুনিয়াবিমুখতার নামে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এগুলাে তাে ভেতরের চ্যালেঞ্জ, এছাড়াও বাহির থেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ তাে আসছেই। কিন্তু অনেক সময় আমরা বাহিরের সমস্যাগুলােকে চিহ্নিত করতে পারলেও ভেতরের সমস্যাগুলােকে প্রান্তিকতাগুলােকে সঠিকভাবে চিনতে পারি না, তাই এর যথাযথ প্রতিকার করাও সম্ভবপর হয়ে ওঠে না অনেকসময়ই।
ইমাম আবু হামিদ আল গাযালী এর হেদায়াতের সূচনা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 211.20 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Hedayater Suchona by Imam Abu Hamid Al Gazaliis now available in boiferry for only 211.20 TK. You can also read the e-book version of this book in boiferry.