প্রিয় ছোট বন্ধুরা,
উপদেশ বিষয়টা ভালোই। তাতে আমাদের কী করা উচিত, কী করা উচিত নয়, কোনটা ভালো, কোনটা মন্দ ইত্যাদি বিষয়গুলো খুব সহজে বুঝতে পারি। কিন্তু দুঃখের কথা হলো, উপদেশ কেউ পছন্দ করে না। ছোটরাও না, বড়রাও না। তবে মানুষের যুগে যুগে সঞ্চিত অভিজ্ঞতাগুলো থেকে তৈরি হওয়া এমন কিছু উপদেশ আছে যা সব দেশে, সব সময়ে, সব বয়সী মানুষের জন্য অর্জন করা জরুরি। এই উপদেশগুলোকে আমরা নীতিকথা বলতে পারি। যিনি সত্যিকারের মানুষ তিনি এইসব নীতি মেনে চলেন। যেমন:
• অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া। অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
• শেয়ারিং করা। সহযোগিতা করা।
• সৎ হওয়া। সত্য কথা বলা।
• আত্মবিশ্বাসী হওয়া। সাহসী হওয়া।
• প্রকৃতির প্রতি ভালোবাসা থাকা। পরিবেশের যত্ন নেওয়া ইত্যাদি।
কিন্তু কাউকে কেবল উপদেশ দিলেই সে সৎ, সাহসী, দায়িত্বশীল ভালো মানুষ হয়ে যায় না। প্রত্যেক মানুষকে নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে ভালো—মন্দ, ন্যায়—অন্যায় শিখে নিতে হয়। তোমরা প্রতিদিনের জীবনে যখন দেখতে পাও কোন কাজটা করলে তোমাকে সকলে ভালো বলছে, ভালোবাসছে আবার কোন কাজটা করলে অন্যরা তোমাকে অপছন্দ করছে, তোমার ওপরে বিরক্ত হচ্ছে তখন তুমি নিজেই উচিত—অনুচিতের তফাৎ করতে পারবে।
‘গল্পে গল্পে মানুষ হওয়ার শিক্ষা’ বইটিতে তাই শিশু—কিশোরদের প্রতিদিনের জীবন থেকে পাওয়া এমন কিছু অভিজ্ঞতার বর্ণনা করা হয়েছে, যেগুলো তোমাদের জীবনের সঙ্গেও মিলে যায়। এই গল্পগুলো খুব সাধারণ কিন্তু সেগুলোর মধ্যে অসাধারণ কিছু নৈতিকবোধ লুকিয়ে আছে। তোমরা যদি নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে এইসব গল্প থেকে পাওয়া শিক্ষাগুলোকে বুঝে নাও, আর সেগুলো অনুসরণ করো, তাহলে সবার ভালোবাসা পাবে। সবাই তোমাকে একজন ভালো মানুষ হিসেবে জানবে।
তোমাদের জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা রইল।
বহ্নি বেপারী এর গল্পে গল্পে মানুষ হওয়ার শিক্ষা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 145 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Golpe golpe Manush Howyar Shikkha by Bahni Beparyis now available in boiferry for only 145 TK. You can also read the e-book version of this book in boiferry.