ফ্ল্যাপে লিখা কথা
‘কড়া আলাপ’ শুরু হয় ২০০০ সনে চ্যানেল-আইতে, অর্থাৎ এই স্যাটেলাইট চ্যানেলটির জন্মের পরের বছর থেকেই কড়া আলাপ শুরু হয়। প্রথম থেকেই এর ব্যতিক্রমী চরিত্র দর্শকদের কাছে উন্মেচিত হয়- এটা স্রেফ প্রশ্ন-উত্তরের সাক্ষাৎকার ছিল না, এটা হয়ে উঠেছিল একটা বিষয়ে উপস্থাপক ও অতিথির মধ্যে সমানে সমানে আলোচনার ঝড়। দর্শকরা শুধু অতিথির কাছ থেকে তথ্য পান না, উপস্থাপকও তার দিক থেকে অনেক তথ্য হাজির করেন বা অতিথিকে খেই ধরিয়ে দেন।
পাঠক, শ্রোতা ও দর্শকরা জানেন যে টেলিভিশন ‘টক শো’ গুলো রাজনৈতিক ও ব্যক্তিগত মতবাদ প্রচারের একটা বড় অঙ্গ। অনেক টক শো অসাবধানতাবশত বা ইচ্ছাকৃতভাবে এই কাজে মদদ দেয়। কড়া আলাপ এ ব্যাপারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এসেছে। নিরপেক্ষতার জন্য কড়া আলাপের খ্যাতি সবাই মেনে নেয়। ‘কড়া আলাপে’র আলোচনায় তাত্ত্বিকতা একটি প্রতিষ্ঠিত ব্যতিক্রম। এমন কি বিশ্লেষণ করলে দেখা যেতে পারে যে অতি সাধারণ বিষয়ের পেছনে যে সুগভীর আর্থ-সামাজিক-রাজনৈতিক ও অন্যান্য ঐতিহাসিকতা বর্তমান তা এই অনুষ্ঠানের আলোচনায় চলে আসে। দর্শকরা সহজেই বুঝতে পারেন যে ‘কড়া আলাপে’র উপস্থাপক যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেসবে তাঁর জ্ঞান ও প্রজ্ঞা আছে, তিনি কাগজে প্রশ্ন লিখে আনা সঞ্চালক নন।
প্রায় পাঁচশত কড়া আলাপের মধ্য থেকে কয়েকটা মাত্র নির্বাচন করা অত্যন্ত দুরূহ কাজ। সে জন্য আমরা কয়েকটি পর্বে কড়া আলাপের অনুলিখন প্রকাশ করার পরিকল্পনা নিয়েছি।
ফজলুল আলম এর ফজলুল আলমের নির্বাচিত কড়া আলাপ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 400.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Fazlul Alomer Nirbachito Kora Alap by Fazlul Alomis now available in boiferry for only 400.00 TK. You can also read the e-book version of this book in boiferry.