বছরের শেষ অভিমানটুকু
করার আবদার জানালে...
আমিও বললাম স্বাগতম
আজ না হয় তুমুল ঝগড়া করি
ঝগড়ার বর্ষণে পুরোনো সব
জমাট নীরব স্তব্ধতা ধুয়ে হই শুদ্ধ।
এবার হাতে হাত রাখি
দুজন দুজনার বুকের কম্পন শুনি
ওখানে নিশ্চয় এখন কালো
মেঘগুলো গলে গেছে...
ভালোবাসার আকাশে নতুন সূর্যের তুলতুলে আলো,
সবটুকু আলো গায়ে মেখে
ছুঁয়ে আসি প্রভাতের মেঠোপথ,
সবুজ বন আর তোমার মরুভূমি উদ্যান।
আজ ফুটবে ফুল, গাইবে পাখি, হাসবে স্রোতঃস্বিনী...
পাহাড়ি ঢলে ভাসিয়ে নেব যত কষ্ট-বেদনা-হাহাকারের ভিটেমাটি।
দেখো ষড়ঋতুর নির্লজ্জ মাখামাখি
বেহায়া বৈশাখী ঝড় বেসামাল তোলপাড়।
এসো, আরো ঘন হয়ে শক্ত করে আঁকি বন্ধন...
এভাবেই এগিয়ে যাই শতাব্দীর শেষ সীমানায়।
আরেফিন শিমুল এর এক শতাব্দীর প্রেম এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 198.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Ek Shotabdir Prem by Arefin Shimulis now available in boiferry for only 198.00 TK. You can also read the e-book version of this book in boiferry.