‘যে দেখেনি আমার ক্ষত
সে কী করে বুঝবে আমার মন
মন এখন উনুনের সামনে রেখে দিলে
কাঠের মতো জ্বলে উঠবে সারাক্ষণ।’
এই কবিতাটি লিখেছেন এই বইয়ের লেখক জান্নাত তায়েতা। মনে হচ্ছে পুড়তে পুড়তে তিনি অঙ্গার হয়েছেন। যেকোনো কবিকে বড় হতে হলে জীবনের সব আগুন ধারণ করে অঙ্গার হতে হয়। কোনোভাবে ছাই হওয়া যাবে না। কবিও ছাই হননি। তিনি এখনও বলেন- ‘তবুও হৃদয়ের গহিনে বেঁচে আছো বাবা আমার পরিপূর্ণ পিতা হয়ে।’ তিনি বাবাকে নিয়ে একাধিক কবিতা লিখেছেন। বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জন্মেছে মূলত বাবার আঙুল ধরে হাঁটতে হাঁটতে বড় হওয়ার কারণে। এই কবি মূলত দ্রোহের কবি। তার কবিতায় আছে মানুষের প্রতি ভালোবাসার অফুরন্ত সম্পদ। সে ভালোবাসাটা সবসময় আনন্দ হয়ে আসে না, বিষাদের হয়ে আসে। তার কবিতায় আছে মানবিকতা, ভালোবাসা, প্রেম-প্রণয় সবই। এরমধ্যেও তার মনের দুঃখবোধ এই বইয়ের পরতে পরতে ফুটে উঠেছে। কিন্তু তার কবিতা পড়ে তাকে চেনা যায় নতুন আঙ্গিকের তরুণ কবি হিসেবে। আমি এই বইয়ের সবার্ঙ্গীন সফলতা কামনা করছি এবং আশা করছি পাঠক এই বই পড়ে মুগ্ধতায় ডুবে যাবেন।
জান্নাত তায়েবা এর ধূসর মেঘের দিন এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 160.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Dhushor Megher Din by Jannat Taybais now available in boiferry for only 160.00 TK. You can also read the e-book version of this book in boiferry.