সবার বুকেই কষ্ট থাকে
কেউ বা করে ফেরি, কারও বুকে জমে কত
কষ্টের জমিদারি।
কষ্টের কথা ভাববে যত
বাড়বে কষ্ট তত,
কষ্টগুলো সয়ে সয়ে বাঁচতে হবে অবিরত।
লোকের কাছে যতই বলবে
আপন কষ্টের কথা,
খুব একটা হবে না লাভ সময় নষ্ট অযথা।
তোমার দুঃখ ভাবছো যারা
করবে সমাধান, কত শত শোকানলে
জ্বলছে তাদেরও প্রাণ!
তার চেয়ে বরং দুঃখগুলো
নাও না আপন করে,
কালের স্রোতে
হারিয়ে আঁধার
হাসবে আলো ভোরে।
দুঃখ বিনে মানব জীবন
হয় কি কোনো কালে?
দুঃখগুলো ঢেকে রেখো
হাসির অন্তরালে
আব্দুল্লাহ আল-মেহেদী এর ছোটরা কেউ ছোট নয় এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 203 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। chotora keow choto noy by Abdullah Al-Mehdiis now available in boiferry for only 203 TK. You can also read the e-book version of this book in boiferry.