যেভাবে সামনে এলো
ফিলহাল : ছদ্মবেশী প্রগতিশীল
হ্যা, এরাই হলেন ফিলহালের মূল চরিত্র। নিরপেক্ষতা ও প্রগতির কথা এরা মুখে বলেন। কিন্তু সুযােগ এলেই ইসলাম ও মুসলমানদের উপর ঝাপিয়ে। পড়েন। প্রগতিবাদীর ছদ্মবেশ খােলার জন্যই ফিলহাল। সাম্প্রতিক বিষয়ের একটি বিভাগ। ঘটে যাওয়া ঘটনার উপর পর্যবেক্ষণ ও মন্তব্য। মাসিক আলকাউসার-এর শেষ পৃষ্ঠাগুলােতে ছাপা হয়। শুরু দু-হাজার সাতের মাঝামাঝি থেকে। আলহামদুলিল্লাহ এখনাে চলছে। আট বছরের নির্বাচিত দৃশ্য। একসঙ্গে বিষয়ভিত্তিক এই আয়ােজন। কোনাে ঘটনা বা খবরই আমাদের হাতে তৈরি নয়। ঘটে যাওয়া ঘটনা ও প্রকাশিত খবর নিয়েই এখানে কিছু কথকতা।
দেশের ভেতরের কথিত সেকুলার ও বামপন্থীদের ইসলাম-এলার্জি এ বইয়ের প্রতিপাদ্য। সে-সঙ্গে একপেশে ও উল্টোমুখি গণমাধ্যমের চরিত্রও কিছু তুলে ধরা হয়েছে বিভিন্ন খবর ও পরিবেশনার আঙ্গিকে। বইটির নাম ছদ্মবেশী প্রগতিশীল রাখার পেছনে এটাই বড় কারণ। অন্য বিষয়গুলাে অন্য বইয়ে। বই করে সাজানাের সময় প্রতিটি লেখার নিচে প্রকাশের তারিখ দিয়ে দেয়া হয়েছে। যুক্ত হয়েছে শিরােনাম ও শব্দে-বাক্যে সামান্য সম্পাদনা। কোনাে কোনাে লেখার শেষে দেয়া হয়েছে
হালনাগাদীকরণ—ছােট্ট নােট। বইয়ের কোথাও কোথাও মূল বক্তব্যটি ইনসেট হয়ে এসেছে। তাছাড়া বিষয়বস্তুর কারণেই পৃষ্ঠার সজ্জায়ন হয়েছে বই ও ম্যাগাজিনের। মিশেল আমেজে। এ কাজে মমতা ও যত্নের অপূর্ব নমুনা স্থাপন করেছে স্নেহভাজন প্রকাশক মাহমুদুল ইসলাম। তার শিল্পী-সত্তাকেও মুবারকবাদ!
সব মিলিয়ে বইটিতে কথিত সেকুলার সমাজ ও প্রগতিবাদী গণমাধ্যমের উপর পর্যবেক্ষণের একটি চেহারা স্পষ্ট হয়ে যাওয়ার কথা পাঠকের সামনে। গণমাধ্যমের পাঠকরা এমনিতেই ভাবেন। ঘটনা ও ঘটনার বিবরণ তাদের আরও ভাবায়। এই ভাবনায় দ্বীনের প্রেরণা ও নির্দেশনাকে সঙ্গী করে নিতে পারা একটি প্রয়ােজনীয় ঘটনা। বইটিতে সে চেষ্টাই কিছু পরিমাণে করা হয়েছে। পত্রিকায় ছাপার সময় লেখাগুলাের সঙ্গে আমার দুয়েকটি ছদ্মনাম ব্যবহৃত হতাে। আর এখন আমি নিজেই আপনার সামনে হাজির।
প্রগতিশীলদের ছদ্মবেশ খােলার সময় এই বােধ আমাদের ভাবনার দরজায় কড়া নাড়লেই আমি-আপনি সফল। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকম বিভ্রান্তি থেকে বাঁচার তাওফীক দিন। কবুল করুন আমাদের কাজ। আমীন!
শরীফ মুহাম্মদ এর ছদ্মবেশী প্রগতিশীল এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 160.80 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Chhoddobeshi Progotishil by Shorif Muhammodis now available in boiferry for only 160.80 TK. You can also read the e-book version of this book in boiferry.