বারবারা প্রতিষ্ঠিত একজন সাংবাদিক হয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু সময়টা খুব খারাপ যাচ্ছে । নাম করা সাংবাদিক হতে হলে বারবারার একটি রসালো , গালভরা গল্প দরকার । তাই সে খুব বুদ্ধি করে পুরনো স্টার অভিনেত্রী মার্গারেট রেইনল্ডের ঘরে যায় । বারবারা ভেবেছিলো এক কালের এই দূর্দান্ত সুন্দরী অভিনেত্রীর অজানা জীবন সম্পর্কে জানিয়ে সে সবাইকে চমকে দিবে। কিন্তু মার্গারেটের বাড়িটা কেমন অদ্ভুত । কেন একজন নামকরা অভিনেত্রী এই ভূতুড়ে বাড়ি আগলে আছে ? কি বা কারা থাকে এই বাড়িতে ?
মাঝরাতে পিয়ানোর টুংটাং …ওপরের কোন রুমে সজোরে দরজা বন্ধ হবার শব্দ , আবার কখনো কখনো সারা বাড়ি ময় কে যেন ছুটে চলেছে ।
জানলার ওপাশে তাকাতেই বারবারা দেখতে পেলো তুষারে দুই জোড়া পায়ের ছাপ। একটি বড় আর একটি ছোট । ওই ছোট পায়ের ছাপটি কার? এ কয়দিনে তো ঘরে কোন বাচ্চা দেখেনি সে । তবে কি মার্গারেট বাচ্চার জন্ম দিয়েছিলো এবং সে অসুস্থ হওয়ায় লোকচক্ষুর আড়ালে তাঁকে লুকিয়ে রেখেছে ?
ফায়ারপ্লেসের আলোয় বিশাল রান্নাঘর টায় চলছে আলো ছায়ার খেলা। হঠাত ই মনে হলো বাইরে থেকে জানলায় টোকা দিলো কেউ ।
বারবারা দুচোখের পাতা এক করতে পারে না। রাতে যেন এই বাড়িটা জেগে ওঠে ।
ধীরে ধীরে বারবারা মার্গারেটের লুকানো অতীত , বিশ্বাসঘাতকতা আর অদ্ভূত প্রতিজ্ঞার কথা জানলো, কোন সুস্থ মানুষ এসব বিশ্বাস করবে না ।
এই ভয়ংকর বাড়ি থেকে বারবারার বেরিয়ে যাওয়াটা খুব জরুরী ?
কিন্তু কোথায় যাবে সে ?
কাজী রাহনুমা নূর এর ছায়াশিশু: তুমি কি অন্ধকারে ভয় পাও? এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 200 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Chayashisu Tumi Ki Ondhokare Voy Paw by Kazi Rahnuma Nuris now available in boiferry for only 200 TK. You can also read the e-book version of this book in boiferry.