স্পেস টাইম রিলেটিভিট এগুলো কি জিনিস? কি আছে ব্ল্যাকহোলের অতলে?
এইসব হাই থটের কথা চলবে, পাশে পাশে চলবে আড্ডা। আমরা তাবু গাড়ব কার্বোনিফেরাসের গহীন কালো জঙ্গলে, পাশ দিয়ে উড়ে যাবে বিরাট বিরাট পোকামাকড়। ঢু মেরে দেখে আসবো নিউট্রন তারার ভেতরটা, তারপর উড়ে বেড়াবো ফোটনের দেশে।
কার্ল লিচির সাথে ঢুকে যাবো মানুষখেকো গাছের জঙ্গলে। ঝড়ের রাতে ডুব দিবো গভীর সমুদ্রে, তারা করবে শনিসরাস।
তারপর যখন হাওড়ের বুকে উথাল পাথাল জোছনা নামবে, আমরা ফিরে আসবো মাটির পৃথিবীতে। নৌকার ছইয়ের ভেতর বসে ফিস ফিস করে ভূতের গল্প শুনবো।
রিলেটিভিটির গল্প আমি সূর্যে যাব। মরার শখ জাগসে, সূর্যে যেয়ে মরবো। সূর্য পৃথিবী থেকে ১৫ কোটি কিলো দূরে, আলোর যেতে টাইম লাগে ৮ মিনিট।
আগের ধারনাঃ নরমাল রকেট নিলাম। সূর্যে যেতে ১ বছর লাগবে। শক্তি দিলাম। বেগ বাড়বে। অনেক শক্তি দিলাম। অনেক বেগ বাড়বে। ১ সেকেন্ডে সূর্যে যাব। অসীম শক্তি দিলাম। শূন্য সেকেন্ড লাগবে।
রিলেটিভিটির ধারনাঃ সব ঠিক আছে। অনেক শক্তি দিবো। ১ সেকেন্ডে সূর্যে যাব। জাস্ট ছোট্ট একটা চেঞ্জঃ বেগ লিমিট সেকেন্ডে ৩ লক্ষ কিলো। তাই :
১। আমি দেখব সূর্য কাছে চলে এসেছে। দূরত্ব কম, সময়ও কম, বেগ ৩লক্ষ কিলোর নিচে।
২। দুনিয়াবাসী দেখবে, দূরত্ব ১৫ কোটি কিলো, সময় ৮ মিনিটের বেশি , বেগ ৩ লক্ষ কিলোর নিচে।
আগে মনে করতাম আমার আপনার সময় সেম, এখন দেখি সময় আলাদা, বেগ সেম। শেষ।
এই পর্যন্ত পড়ে একটু চিন্তা করতে হবে। পুরো লরেঞ্জ রূপান্তর শেষ করে দিয়েছি। চিন্তা করেও না বুঝলে নিচে যাওয়া যেতে পারে।
.. . ১। কাল দীর্ঘায়ন : আমি রকেটে বসে একটা মশা মেরেছি ১ সেকেন্ডে। দুনিয়াবাসি দেখবে আমি ৮ মিনিট ধরে আস্তে আস্তে মশা মেরেছি। পৃথিবীতে মেসি বলে কিক করেছে। আমি দেখব ৮ মিনিট ধরে কিক হয়েছে।
২। দৈর্ঘ্য সঙ্কোচন : আমি দেখব সূর্য পৃথিবী সব চ্যাপ্টা হয়ে গেছে, রাস্তাও ছোট হয়ে গেছে। দুনিয়াবাসি দেখবে আমি চ্যাপ্টা হয়ে গেছি
৩। ভর যোগ : শূন্য থেকে অসীম পর্যন্ত বেগটা এখন ০ থেকে ৩ লক্ষের মধ্যে কমপ্রেসড অবস্থায় আছে। আগে অসীম বেগে যেতে অসীম শক্তি লাগত, এখন আলোর বেগে যেতে লাগে। গতিশক্তি অসীম, বেগ ফিক্সড, তাই ভর বাড়তে বাড়তে অসীম হবে।
আমি দেখব পৃথিবী ভারি হয়ে গেছে, দুনিয়াবাসি দেখবে আমি ভারি হয়ে গেছি।
সামারিঃ দুনিয়াবাসি দেখবে চ্যাপ্টা, ভারি, মারাত্মক স্লো নাঈম পৃথিবী থেকে বিদায় নিচ্ছে।
আমি দেখব, পৃথিবীর মেয়েরা সব চ্যাপ্টা, ভারি, স্লো হয়ে গেছে, এই দুনিয়ায় থেকে আর কোন লাভ নাই
নাঈম হোসেন ফারুকী এর Big-জ্ঞানে, অগ-Gun এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 200.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Biggane Oggun by Nayeem Hossain Faruqueis now available in boiferry for only 200.00 TK. You can also read the e-book version of this book in boiferry.