বেদুইনের দেশে
আরব্য রজনী অনেকেই পড়েছেন। ‘বেদুইনের দেশে’ বইখানা হল আরব্য দিবা। রাত এবং দিনে অনেক প্রভেদ ‘বেদুইনের দেশে’ পাঠ করলে সেরুপ প্রভেদ দেখতে পাবেন। আরব দেশের রাত আরামের এবং দিন মহাকষ্টের। ‘বেদুইনের দেশে’ সেই কঠোর সত্যের প্রতিচ্ছবি দেওয়ার চেষ্টা করেছি।
দ্বিচক্রে কোরিয়া ভ্রমণ
কোরিয়ার অতীত ইতিহাস গৌরবময়। কিন্তু প্রাচ্যে সাম্রাজ্যবাদীর লোভের যূপকাষ্টে প্রথম বলি এই কোরিয়াই। ইন্টারন্যাশন্যাল হেগ কোর্টে জনৈক কোরিয়ান রাজকুমার ধরা দিয়েও কোরিয়ার দুর্ভাগ্য ঘোচাতে পারেনি। সাম্রাজ্যবাদীদের নাগপাশ থেকে কোরিয়া কবে ত্রাণ পাবে জানিনে, কিন্তু পরিত্রাণের নিমিত্ত কোরিয়ার যে চেষ্টা হচ্ছে তা স্বচক্ষে দেখে এসেছি।
“মজুর-কৃষক পরিচালিত ডিকটেটরিয়েল সভা” এই প্রচেষ্টার নায়ক। কোরিয়ার স্বাধীনতাকামীরা যে পথ অবলম্বন করেছেন, পুজিপতিদের পক্ষে তা নিতান্তই প্রতিকূল। সুখের বিষয়, কোরিয়ার প্রগতি ও স্বাধীনতাপ্রন্থীরা প্রাচ্যদেশসুলভ মন্থর গতি পরিত্যাগ করে যন্ত্রসজ্জিত বেগবান ইউরোপের কার্যপদ্ধতির অনুসরণ করে এগিয়ে চলেছেন। এদের জয়যাত্রা সফল হ’ক এই কামনাই করি। এই জয়যাত্রাকে সফল করবার জন্য জীবন-পণ করেছেব যে সব তরুণ কোরিয়ান, এই গ্রন্থখানি তাদেরই উদ্দেশে নিবেদন করলাম।
রামনাথ বিশ্বাস এর বেদুইনের দেশে ও দ্বিচক্র কোরিয়া ভ্রমণ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 225.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। bedouin-er-deshe-and-dwrichokre-korea-vromon by Ramnath Biswasis now available in boiferry for only 225.00 TK. You can also read the e-book version of this book in boiferry.