শেখ মুজিবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে গল্পগুলো। বিভিন্ন সময় বিভিন্ন গল্পকার এ গল্পগুলো লিখেছেন পত্রিকায় কিংবা তাদের বইয়ে। সেই গল্পগুলোকে বাছাই করে প্রখ্যাত শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের সম্পদনায় বইটি প্রকাশিত হয়েছে।
বইটিতে যাদের গল্প স্থান পেয়েছে তারা হলেন―আবুল ফজল, শওকত ওসমান, সৈয়দ শামসুল হক, সেলিনা হোসেন, সুব্রত বড়ুয়া, ইমদাদুল হক মিলন, ফরিদুর রেজা সাগর, আনিসুল হক, খালেক বিন জয়েনউদদীন, ফারুক নওয়াজ, লুৎফর রহমান লিটন, রফিকুর রশিদ, আমীরুল ইসলাম, পারভনি সুলতানা, আহমাদ মাযহার, মাহবুব রেজা, মনি হায়দার, সারওয়ার-ইল-ইসলাম, নাসরীন মুস্তফা, শাহনেওয়াজ চৌধুরী, মফিদা আকবর, নির্মল সরকার, কাজী কেয়া, অদ্বৈত মারুত, ফজলে আহমেদ, মমতাজ বেগম এবং চন্দন কৃষ্ণ পাল।
সম্পাদকের কথায় সম্পাদক ফারুক নওয়াজ লিখেছেন―‘ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে কুৎসিত ঘাতকেরা হত্যা করে পুনরায় পাকিস্তান রাষ্ট্রের অংশ বানাতে চেয়েছিল। সেই স্বপ্ন তাদের সফল হয়নি। বঙ্গবন্ধু আমাদের প্রাণের স্পন্দন; আমাদের সাহিত্যে, শিল্পে, কিশোর-সাহিত্যে বঙ্গবন্ধু অনিবার্য উপলক্ষ। এ সংকলনে তেমনই একগুচ্ছ সেরা কিশোর গল্প প্রকাশিত হলো।’
বাঙালি আর বাংলাদেশের ইতিহাস জানতে গেলে বঙ্গবন্ধুকে জানা অত্যাবশ্যক। শিশু-কিশোররা প্রবন্ধ কিংবা গবেষণা পড়ে বুঝতে পারবে না বঙ্গন্ধুর অবদানের কথা। তাই শিশু-কিশোরদের বোঝার উপযোগী করে লেখা এসব গল্প তাদের প্রেরণা জোগাবে এবং একই সাথে তাদের আত্মপরিচয় তুলে ধরবে সঠিকরূপে। মার্চ ২০২০ সালে প্রকাশিত বইটির ছাপা, বাঁধাই ও কাগজ খুবই উন্নতমানের। এটি যেকোনো পাঠাগার ও পুরস্কারের জন্য উপযুক্ত একটি বই। এ ছাড়া সকল বয়সী পাঠকের জন্যও বইটি সংগ্রহ ও সংরক্ষণযোগ্য।
ফারুক নওয়াজ এর বঙ্গবন্ধু সেরাদের সেরা গল্পে এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 200.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Bangabandhu Serader Sera Golpe by Faruk Nawazis now available in boiferry for only 200.00 TK. You can also read the e-book version of this book in boiferry.