গত শতকের আটের দশকের মধ্যভাগে বাংলাদেশের সাহিত্যে একদল তরুণ-তুর্কি আবির্ভূত হন, যাঁরা সজ্ঞান-সচেতনভাবে নতুন বোধ ও ভাষা সৃজনে মগ্ন হন। অন্যদিকে তাঁদের পঠন-গ্রহণের ক্ষেত্রও ইউরোকেন্দ্রিকতার বাইরে লাতিন আমেরিকা ও আফ্রিকার দিকে বিস্তৃত হয়। এগুলো তারা কেবল পাঠই করেননি, অনেকেই অনুবাদের মতো শ্রমঘন কাজেও স্বনিয়োজিত হন। রাজু আলাউদ্দিন তাঁদের মধ্যে শীর্ষ একজন। আর লাতিন আমেরিকার সাহিত্যের অনুবাদ-মূল্যায়ন, বিশেষত বোর্হেস-চর্চায় তাঁর প্যাশন তাঁকে এ দেশে পথিকৃৎতুল্য করে তুলেছে। এর বাইরে অনুবাদের ক্ষেত্রে তাঁর বিশেষ আগ্রহের জায়গা বিশ্বখ্যাত লেখক-দার্শনিক-চিন্তকদের সাক্ষাৎকার। গত তিন দশকে তিনি সব মহাদেশের বহু বিশ্বমানবের সাক্ষাৎকার অনুবাদ করেছেন। এতকাল এগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। অথচ বর্তমান বিশ্ববাস্তবতায় এগুলোর গুরুত্ব অনেক। কেননা এসবে রয়েছে বিশ্বমনীষার উক্তি ও উপলব্ধির নির্যাস, যার নানামাত্রিক প্রয়োজন কখনো ফুরোবে না। আর এই সব সাক্ষাৎকারের সম্মিলিত রূপ এই অনূদিত কথাসমগ্র। ইতোপূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত এই কথামালার বেশ কটি পাঠ করার সৌভাগ্য ঘটেছিল। তার ওপর ভর করে নিঃসংকোচে বলতে পারি, রাজু আলাউদ্দিনের বিষয় নির্বাচন ও অনুবাদের ভাষা উভয়ই স্বাদু ও স্বাস্থ্যকর। অনেক সময়ই আমরা ভুলে যাই যে কোনো অনুবাদ পড়ছি। বরং এগুলোর ভেতর দিয়ে বিচিত্র ও বহুমাত্রিক মনীষার চিন্তা জ্ঞান দর্শন ও বোধের ভূগোলে নিজের অজান্তেই আমরা ভ্রমণ করতে থাকি, স্নাত হই এবং স্নাতক হয়ে উঠি… সৈকত হাবিবকবি
রাজু আলাউদ্দিন এর অনূদিত কথাসমগ্র : বিশ্ববরেণ্য ২৫ জনের সাক্ষাৎকার এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 280.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। anudito kothasomogro bishowborenno 25 joner sakkhatkar by Raju Alauddinis now available in boiferry for only 280.00 TK. You can also read the e-book version of this book in boiferry.