Loading...

আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম (হার্ডকভার)

স্টক:

৩০০.০০ ২২৫.০০

ভূমিকা
বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকা একটি গান গেয়েছিলেন, ‘সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের, ভয়ার্ত মানুষের না ফোটা আর্তনাদ যখন গুমরে কাঁদে আমি যেন তার নিরাপত্তা হই।’ ছাত্রজীবন থেকেই গানটি আমাকে অনেক ভাবিয়েছে। আমি নিজেও এই গান গেয়েছি নানা অনুষ্ঠানে। এখনো সুযোগ পেলে এই গান গাই। আজ এতদিন পর আমাদের প্রিয় রাষ্ট্রের অবস্থা দেখে, সংখ্যালঘু ও আদিবাসী মানুষের অধিকারের প্রতি রাষ্ট্রের উপেক্ষা ও অবহেলা দেখে, মানুষের প্রতি রাষ্ট্রের নিষ্ঠুরতা দেখে গানটির অর্থ আরো গভীরভাবে আমাকে ভাবায়। আমরা এমন রাষ্ট্র চাইনি। কবি শামসুর রাহমান লিখেছিলেন, ‘কথা ছিল প্রত্যেককে দেখাব অনিন্দ্য সূর্যোদয়, পায়রা উড়িয়ে দেব মেঘের কিনারে।’ সেটি আর হয়নি।

আমি নিয়মিত লেখালেখির জগতে আসি ১৯৯৩ সালের পর। ১৯৯৪ সালে আমি নিয়মিত কলাম লিখি। কলামের নাম ‘আদিবাসী মেয়ে’। ওই কলামগুলো নিয়ে বই বেরিয়েছে এবং বইটির চতুর্থ সংস্করণ হয়তো শেষ হয়ে গেছে। অবশ্য নব্বইয়ের শুরুতেই আমি আদিবাসী অধিকার নিয়ে লেখা আরম্ভ করি। আমার লেখা পড়ে, গ্রামের দূর থেকে বাবা চিঠি লিখেছেন আতঙ্কিত হয়ে, আমি যেন সংখ্যালঘু মানুষের দুঃখকষ্টকে নিয়তি বা ভাগ্য বলে মেনে নেই। প্রিয় সন্তানের প্রাণের কথা চিন্তা করে, আর দেশের বাস্তবতা বিবেচনা করে বাবা চিঠি লিখেছিলেন। তার অভিজ্ঞতা ও ধারণা হলো, আদিবাসীদের অধিকারের কথা বলা এখানে সহজ নয়, নিরাপদও নয়। আমি বাবাকে বলতাম, বোঝাবার চেষ্টা করতাম- আমি যা বলছি ও লিখছি সব মানুষের অধিকারের অংশ, মানবাধিকারের অংশ। তিনি নিশ্চয়ই তাতে শান্তি পেতেন না। আমাদের রাষ্ট্র, তার সরকারসমূহের নিষ্ঠুর চরিত্র, রাজনীতির অন্ধকার দিক, ন্যায়বিচারের চেহারা, সামাজিক অবক্ষয় ইত্যাদি দেখে বাবা চেয়েছিলেন তার সন্তান ‘সংখ্যালঘু’ সমাজের একজন হিসেবে এই দুঃখকষ্ট ও বঞ্চনার বেদনাকে ‘নিয়তি’ হিসেবেই নীরবে মেনে নিয়ে সহজ সুন্দর জীবনযাপন করুক, তবু ছেলেটি নিরাপদে বেঁচে থাকুক। সেটি আর হয়নি আমার জীবনে। ২০১০ সালের ২২ জানুয়ারি নেত্রকোনার রানীখংয়ে যখন আমাকে আক্রমণ করা হলো, আমার বাবার কথা মনে পড়ল। কত কিছুই তো হতে পারতো সেদিন। আমার মৃত্যু হতে পারতো অথবা চিরতরে আমাকে হয়তো বা মেরে পঙ্গু বানাবার নির্দেশ ছিল। জীবনে হয়তো কিছু পুণ্যের কাজ করেছিলাম, তাই সেদিন বেঁচে ফিরে এসেছিলাম। মনে পড়ে, এই জীবনে অনেক মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। একদিন কোনো এক আদিবাসী গ্রামে গেছি, অচেনা একজন মাঝবয়সী নারী এসে বললেন, তুমি আমার এই উপকার করেছিলে এত বছর আগে। ওই নারীর চোখ ছলছল। এইসব মায়াভরা মানুষদের দূরের নীরব আশীর্বাদেই হয়তো আমার বড় ধরনের ক্ষতি হয়নি সেদিন। তারপরেই আমার ওই কলাম, ‘আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম’ লিখেছিলাম প্রথম আলোতে।

এই বইয়ে প্রকাশিত সকল লেখাই বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বেশিরভাগ লেখাই প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। এজন্য কিছু কিছু বিষয় পুনরাবৃত্তির মতো মনে হবে। প্রিয় পাঠক পড়ার সময় নিজগুণে তা বুঝতে পারবেন। বইটি প্রকাশের সময় এবং কলাম লেখার সময় তুলি লাবণ্য ম্রং, মহতী রেমা ও পিয়া দফো প্রুফ দেখে ও নানাভাবে সাহায্য করেছেন। তাদের ধন্যবাদ জানাচ্ছি। সূচীপত্র প্রকাশনীর কর্ণধার সাঈদ বারী নানাভাবে বইটি প্রকাশে উৎসাহিত করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই জীবনে কত মানুষের কাছে ঋণ আমার, ভালোবাসার, মমতার, সঙ্গে থাকার, পাশাপাশি পথচলার আর সমর্থনের। রবীন্দ্রনাথের মতো আমিও তো সবার সঙ্গে যুক্ত হতে চেয়েছি। ‘যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ’, বলেছি।
আমাদের জন্মভূমি, এই দেশ কত সুন্দর। আমাদের গ্রামগুলো কত সুন্দর। নদী, পাহাড়, সবুজ ধানের ক্ষেত কত সুন্দর। এ দেশের মানুষের মনে বড় বেশি আবেগ। মায়াভরা প্রাণচঞ্চল কত মানুষ এখানে। কত সামান্যতেই এ দেশের মানুষেরা খুশি। কত আনন্দ তাদের মনে। এখানে আমরা যদি জীবনের সঙ্গে জীবন মেলাবার আয়োজন করতে পারতাম, প্রিয় দেশটি আরো কত সুন্দর হয়ে উঠতো? মান্না দে গেয়েছিলেন, এ জীবন মরুসম ছিল গো, তুমি সেথা আনিলে বসন্ত, বুঝিলাম ধরণীতে রয়েছে, ‘আলো গান মাধুরী অনন্ত।’ এত মাধুরী, আলো-হাসি-গান ছেড়ে কোথায় যাব আমি?
সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা।
সঞ্জীব দ্রং
১ ফেব্রুয়ারি ২০১৫

সূচিপত্র
* ভূমিকা ৭
* আসকিপাড়ায় বড়সভা ১১
* আদিবাসী দিবসে সেতু বন্ধন ১৩
* আদিবাসী দিবসের মূল সুর আদিবাসী মিডিয়া ১৭
* স্বপ্ন ছড়িয়ে যাই ২১
* ইছামতি-বুগাই-সোমেশ্বরী-মেননেং ২৩
* হায় বিরিশিরি ৩৩
* ভরা থাক স্মৃতিসুধায় হৃদয়ের পাত্রখানি ৩৫
* অস্ট্রেলিয়ায় মান্দিরা ৪৪
* আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম ৫০
* খাসিয়াদের জীবন আবার বিপন্ন : বনবিভাগ ও দুর্নীতি পরস্পর ভাই? ৫৩
* নববর্ষের উপহার : আদিবাসীদের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণ ৫৫
* পাহাড়ের বন্ধু, যেও না দেশান্তর ৫৮
* ভাবনাপত্র : গারো প্রথাগত আইন : চ্যালেঞ্জ ও সম্ভাবনা ৬১
* ক্ষুদ্র জীবন, বাকি কত কাজ ৬৪
* জীবন-নদীর গান ৭৩
* আদিবাসীবান্ধব জাতীয় বাজেট চাই ৮১
* কেঁদো না প্রিয় মাতৃভূমি মাটিরাঙ্গা ৮৭
* আদিবাসী অধিকার-উপলব্ধি ৮৯
* স্বপ্ন দেখার অধিকার ৯৭
* দি স্কাই পিপল ডু নট লার্ন ১০৪
* আমার জন্য কেঁদো না রাঙ্গামাটি ১০৮

Ami Jibone Jibon Melabar Kotha Bolechilam,Ami Jibone Jibon Melabar Kotha Bolechilam in boiferry,Ami Jibone Jibon Melabar Kotha Bolechilam buy online,Ami Jibone Jibon Melabar Kotha Bolechilam by Sanjeeb Drong,আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম,আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম বইফেরীতে,আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম অনলাইনে কিনুন,সঞ্জীব দ্রং এর আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম,9789848558676,Ami Jibone Jibon Melabar Kotha Bolechilam Ebook,Ami Jibone Jibon Melabar Kotha Bolechilam Ebook in BD,Ami Jibone Jibon Melabar Kotha Bolechilam Ebook in Dhaka,Ami Jibone Jibon Melabar Kotha Bolechilam Ebook in Bangladesh,Ami Jibone Jibon Melabar Kotha Bolechilam Ebook in boiferry,আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম ইবুক,আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম ইবুক বিডি,আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম ইবুক ঢাকায়,আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম ইবুক বাংলাদেশে
সঞ্জীব দ্রং এর আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 225.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Ami Jibone Jibon Melabar Kotha Bolechilam by Sanjeeb Drongis now available in boiferry for only 225.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন হার্ডকভার | ১১২ পাতা
প্রথম প্রকাশ 2015-02-01
প্রকাশনী সূচীপত্র
ISBN: 9789848558676
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

সঞ্জীব দ্রং
লেখকের জীবনী
সঞ্জীব দ্রং (Sanjeeb Drong)

সঞ্জীব দ্রং

সংশ্লিষ্ট বই