প্রসঙ্গ কথা
এ কেননা বানােয়াট গল্প নয়; নয় কোনাে কল্পকাহিনী। এ এমন এক সত্য ঘটনা- বিশ্বাস ও ঈমানের যেই অমলিন ইতিহাস সংরক্ষণ করা হয়েছে খুবই সম্মান ও মর্যাদার সাথে। দৈর্ঘ্য-প্রস্থের মানবতার সামগ্রিক ইতিহাস তাঁর মতাে আর কারও বিশ্বাস, দৃঢ়তা, সত্যবাদিতা ও বাস্তবতা উন্মােচন করতে সক্ষম হয়নি। তাঁর শিক্ষার ব্যাপ্তি ছিলাে সর্বপ্লাবী। রাসূলুল্লাহ (সা.)-এর সাহাবীদের এই বিস্ময়কর মর্যাদা যদিও নিজ নিজ অলৌকিক ঘটনাবলীর আলােকে বাহ্যত কল্পকাহিনীর মতােই মনে হয়, কিন্তু এ-তাে কল্পকাহিনী নয়! বরং এগুলাে এমন অকাট্য বাস্তবতা- যা সাহাবায়ে কেরামগণের ব্যক্তিত্ব ও মহীয়ান জীবন দ্বারা আকৃতি ও রূপ পেয়েছে। অতঃপর তা ইতিহাসবেত্তা বা বর্ণনাকারীদের মর্জিমাফিক নয়; বরং নিজ নিজ কৃতিত্ব, গুণাবলী এবং চেষ্টা-সাধনার উচ্চতার নিরীখে আলােকোজ্জ্বলভাবে ফুটে উঠেছে।
এ গ্রন্থ সেই মহামানব হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর কীর্তিগাথাকে পূর্ণাঙ্গরূপে পাঠকবৃন্দের সামনে উপস্থাপনের সামর্থ রাখে না; তথাপি গ্রন্থটির জন্য এই সম্মানটুকুই যথেষ্ট যে, এ দ্বারা ইসলামের ওই প্রথম নক্ষত্রের প্রতি ইংগিত দেয়া হয়েছে- আকাশের বুকে যাঁদের আলােকপ্রভা দীপ্তমান। যাঁদের কৃতিত্ব ছুঁয়েছে ওই দূর নীলিমা।
ইতিহাস তাঁর মতাে মানুষ আর কখনাে কোথাও দেখতে পায়নি। তিনি আপন অভিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এমন দৃঢ়তাপূর্ণ প্রত্যয় নির্মাণ করতে পেরেছেন- যা ন্যায়-নিষ্ঠার উচ্চতায় সর্বোচ্চ জগতে আরােহণ করতে পেরেছে। অতঃপর তিনি রাসূলুল্লাহ (সা.)-এর সামনে নিজের জীবনকে এমনভাবে উপস্থাপন করেছেন যে, ত্যাগ-তিতীক্ষা ও আত্মােৎসর্গের এমন পরাকাষ্ঠা দ্বিতীয় আর কেউই দেখাতে পারেনি।
তিনি জীবনের এমন এক মাহেন্দ্রক্ষণে উপনীত হয়েছিলেন- কাল-মহাকাল ছিল যার অপেক্ষায় অধীর আগ্রহে। জীবন গাড়ির চাকা যখন এমন ভয়ানক পরিস্থিতির মুখােমুখি, তখন শঙ্কা ছিলাে- কে এই রূহানী ভিত্তিকে গড়ে তুলবে? এই মহৎপ্রাণ তখন জগদ্বাসীকে অভয় ও ত্যাগদীপ্ত সুসংবাদ দিয়ে প্রিয় রাসূল (সা.)-কে সঙ্গ দিলেন। তাঁকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তাঁর নবুওয়াতের প্রতি ঈমান আনেন। এই প্রসংগে রাসূল (সা.) বলেছেন- “আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি, একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না। কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। এভাবে আবু বকর হলেন বয়স্ক আযাদ লােকদের মধ্যে প্রথম মুসলমান।
জগত যখন এমন শঙ্কাপূর্ণ পরিস্থিতির মুখােমুখী যে, কে এই মানব সম্প্রদায়ের ওপর পড়ে থাকা ভারি কুসংস্কার দূরীভূত করে দেবে? কে এনে দেবে প্রকৃত স্বাধীনতা? তখন এই মহৎপ্রাণ ত্রাতা হয়ে এলেন রাসূলের সঙ্গী হয়ে। পৃথিবীর বুকে যখন সভ্যতার খরা চলছিলাে তিনি তখন এলেন সত্যান্বেষী অগ্রদূত হয়ে। আশ্চর্য লাগে- কীভাবে তিনি এই অল্প সময়ে এমন কীর্তি গড়তে সক্ষম হলেন!
পবিত্র কুরআনের বহু আয়াতে আবু বকর (রা.)-এর প্রসঙ্গ জড়িয়ে আছে। কেবল খলীফা হিসেবেই নয়; ইসলামের বহু বিষয়েই তিনি প্রথম ছিলেন। পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনিই সর্বপ্রথম কুরআন সংকলন করেছিলেন। তিনি নিজের বাবার জীবদ্দশায় খলীফা হয়েছেন, এ বিষয়েও তিনি প্রথম। সর্বপ্রথম তিনিই বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার। স্থাপন করেছেন। হাদীস শরীফে এসেছে- “আমার উম্মতের মধ্যে আবু বকর সবার আগে জান্নাতে প্রবেশ করবে। ইসলামে তাঁর অবদান নজিরবিহীন। ইসলাম ও মুসলমানদের সংকটাপন্ন পরিস্থিতিতে তিনি শক্ত হাতে হাল ধরেছেন। দিকভ্রান্ত নাবিকের ন্যায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকা মানুষের জন্য তিনি ধ্রুবতারার ন্যায় পথনির্দেশ করেছেন। |
হযরত আবু বকর সিদ্দীক-এর একশ ঘটনা’ গ্রন্থে মর্যাদাসম্পন্ন এই মহান সাহাবীর মূল্যবান জীবনের একশত অমূল্য ও হৃদয়স্পর্শী ঘটনার বিবরণ রয়েছে। আমরা আশা করি তার ঘটনাবলীর আলােচনা প্রাণের উর্বরতা ও ঈমানের সজীবতা বৃদ্ধিতে সকলের সহায়ক হবে। তাঁর জীবনের বিশাল পৃষ্ঠায় শিহরণ জাগানিয়া বহু মূল্যবান ঘটনা আমাদের অন্ধকার হৃদকমলে দেখাবে। সফেদ আলাে। সুতরাং আলােচ্য গ্রন্থটির গ্রহণযােগ্যতা নিয়ে বাড়তি কিছু বলা বাহুল্য মনে করছি। দেশের প্রতিশ্রুতিশীল ও স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান।
হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর একশ ঘটনা। ১১ ‘আশরাফিয়া বুক হাউস’র কর্ণধার মুহতারাম মাওলানা নজরুল ইসলাম সাহেব যেভাবে আমাকে উৎসাহ ও প্রেরণা যুগিয়ে অনুবাদকর্মে সার্বক্ষণিক সহযােগিতা করেছেন- তা এক কথায় বর্ণনাতীত। তাঁর নিষ্ঠা, ত্যাগ ও অকৃত্রিম ভালােবাসা আমাকে জন্ম-জন্মান্তরের জন্য ঋণের শিকল পরিয়ে দিল।
আল্লাহ রাব্বল আলামীনের শােকর আদায় করছে যিনি এই কর্মটি সম্পন্ন করার তাওফিক দিয়েছেন। সেই বরকতওয়ালা স্বত্ত্বা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা ও অনুসরণ করে জীবন ও মৃত্যু দান করেন। |
এ কথা কারাে অজানা নয় যে, আসহাবে রাসূলের জীবনীভিত্তিক বই শুধু বই-ই নয়; তা একটি অমূল্য রত্ন। সাফল্যের সিঁড়ি। সােনালী জীবনের সােপান। বিশেষ করে খুলাফায়ে রাশেদীনের মহৎ জীবনীসংক্রান্ত বই-পুস্তক আমাদের ঈমানের খােরাক। আমলে জবা আনার অন্যতম উপায়। তাই একটি নির্ভুল, সুন্দর ও সহজপাঠ্য বই লেখা, সংকলন করা বা পড়া সকলেরই ঐকান্তিক কাম্য। তথাপি মানুষ তার উৎসমূলের বাইরে নয়। ত্রুটি-বিচ্যুতি এড়িয়ে যাওয়া অনেক সময় সম্ভব হয় না। সংকলন কাজে অজ্ঞাতসারে বা অসতর্কতাবশত ভুলভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতি, অসামঞ্জস্যতা, অসংলগ্নতা, বাতুলতা, ভাষা প্রয়ােগে জটিলতা কিংবা ভাবের গরমিল থেকে যেতে পারে। পাঠকেরা এগুলােকে ক্ষমাসুন্দর দৃষ্টি ও সংশােধনের মনােভাব নিয়ে অবহিত করবেন বলে আশা রাখি। গ্রন্থটির উপকারিতা ব্যাপক হােক এবং এর সৌরভ বিশ্বাসী অন্তরগুলাে সুরভিত করুক- এ প্রত্যাশায়
-কাজী আবুল কালাম সিদ্দীক
১ জুন ২০১৭ খ্রি.
abu bakar Siddik ra-er-100 ghotona,abu bakar Siddik ra-er-100 ghotona in boiferry,abu bakar Siddik ra-er-100 ghotona buy online,abu bakar Siddik ra-er-100 ghotona by Kazi Abul Kalam Siddique,abu bakar Siddik ra-er-100 ghotona Ebook,abu bakar Siddik ra-er-100 ghotona Ebook in BD,abu bakar Siddik ra-er-100 ghotona Ebook in Dhaka,abu bakar Siddik ra-er-100 ghotona Ebook in Bangladesh,abu bakar Siddik ra-er-100 ghotona Ebook in boiferry,ইসলামের প্রথম খলীফা সিদ্দীকে আকবার হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ ঘটনা,ইসলামের প্রথম খলীফা সিদ্দীকে আকবার হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ ঘটনা বইফেরীতে,ইসলামের প্রথম খলীফা সিদ্দীকে আকবার হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ ঘটনা অনলাইনে কিনুন,কাজী আবুল কালাম সিদ্দীক এর ইসলামের প্রথম খলীফা সিদ্দীকে আকবার হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ ঘটনা,ইসলামের প্রথম খলীফা সিদ্দীকে আকবার হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ ঘটনা ইবুক,ইসলামের প্রথম খলীফা সিদ্দীকে আকবার হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ ঘটনা ইবুক বিডি,ইসলামের প্রথম খলীফা সিদ্দীকে আকবার হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ ঘটনা ইবুক ঢাকায়,ইসলামের প্রথম খলীফা সিদ্দীকে আকবার হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ ঘটনা ইবুক বাংলাদেশে
কাজী আবুল কালাম সিদ্দীক এর ইসলামের প্রথম খলীফা সিদ্দীকে আকবার হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ ঘটনাএখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 112 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। abu bakar Siddik ra-er-100 ghotona by Kazi Abul Kalam Siddiqueis now available in boiferry for only 112 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন |
হার্ডকভার | ১১২ পাতা |
প্রথম প্রকাশ |
2017-09-15 |
প্রকাশনী |
আশরাফিয়া বুক হাউস |
ISBN: |
|
ভাষা |
বাংলা |
লেখকের জীবনী
কাজী আবুল কালাম সিদ্দীক (Kazi Abul Kalam Siddique)
এ সময়ের প্রতিভাদীপ্ত লেখক ও অনুবাদক। লেখালেখির জগতে পদার্পণ শৈশবকালেই। শিক্ষা ক্ষেত্রে জামিয়া ইসলামিয়া পটিয়ায় দাওরায়ে হাদীস সম্পন্ন করে ২০০২ সালে। জামিয়া ফারুকিয়া করাচি থেকে তিনি তাখাসসুস ফি উলুমিল ফিকহের ডিগ্রি নেন। নাজিরহাট বড় মাদরাসা থেকে সুদীর্ঘ দুই যুগেরও অধিককাল ধরে নিয়মিত প্রকাশিত মাসিক দাওয়াতুল হক পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ‘সুচিন্তা’ ও ‘শিকড়’ও তার সম্পাদিত সাময়িকী। এছাড়া নিরলসভাবে লিখে চলেছেন বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়। ১৯৮১ সালের ২৮ মার্চ চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেয়া বরেণ্য এই আলেমের ৪০ টির অধিক বই রয়েছে বাজারে। তাঁর মৌলিক বইয়ের মধ্যে রয়েছেÑ নাফ তীরের কান্না; স্বর্ণযুগের সম্রাট; অপরাধ : উৎস ও প্রতিকার; পুত্রের প্রতি পিতার পত্র ও উপদেশ; আসহাবে কাহাফ; দেহমনের পাপ; পড়ালেখার কলাকৌশল; ইসলামের দৃষ্টিতে হালাল হারাম।