ঈর্ষায় অনুকরণ
কেউ করে ঈৰ্ষায় অনুকরণ
কেউ করে হেয় প্রতিপন্ন হলে,
মনের ক্ষেদে প্রতিযােগিতায় নামে
চলার চেষ্টা করে সমান সমান তালে।
যদি কেহ তুচ্ছ জ্ঞান করে কাহাকে
অথবা কেহ যদি হয় নিজ দোষের শিকার
অল্পে দোষ ভুলে গিয়ে নামে প্রতিহিংসায়
প্রাণপণে করে অনুকরণ, ঢাকিতে লাচার।
প্রতিযােগিতার পথে চলে ঈর্ষাকারী
দিবারাত্রি করে প্রাণপণ
বাঞ্ছিনাপূর্ণ না হওয়া তক
সংগ্রাম চালাতে চায় সারজীবন।
ঈর্ষাকারী অনুকরণ করে
ধারণ করে তার বৈরীর বেশ
যা দেখে তাহাই করে গ্রহণ
কদাচিৎ ভুলে না, হিংসা ও দ্বেষ।
মোঃ মনজুর এলাহী এর আলোর দিশারি এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 153.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Aalor Dishari by Md. Manjur Elahiis now available in boiferry for only 153.00 TK. You can also read the e-book version of this book in boiferry.