Loading...
তৌফিক সুলতান
লেখকের জীবনী
তৌফিক সুলতান (Taufiq Sultan)

তৌফিক সুলতান ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারী (বাংলা বৃহস্পতিবার, ২১ মাঘ ১৪০৫ বঙ্গাব্দ) ১৭ই শাওয়াল, ১৪১৯ হি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত বারিষাব গ্রামে জন্মগ্রহণ করেন। যিনি তার লিখার মতোই সহজ সাবলীল। তিনি একজন মুসলিম তাঁর পিতা- আব্দুল করিম ও মাতা- ফাতেমা বেগম। তিনি ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগী, জ্ঞান অনুসন্ধানী ও কল্যাণ অনুরাগী ছিলেন। তিনি সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে "এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি" এই স্লোগানে ৪ ফেব্রুয়ারী ২০১৯ সালে ওয়েলফশন মানবকল্যাণ সংঘ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০২২ সালে "ওয়েলফশন সত্য অনুসন্ধানী জ্ঞান অনুরাগী কল্যাণকামীদলের উন্মুক্ত লাইব্রেরী মুক্ত পাঠক " স্থাপন করেন। যা “Welftion Love Of Welfare” এবং “Al Towfiqi Family” দ্বারা পরিচালিত। কবি একটি সুন্দর মৃত্যুর স্বপ্ন দেখেন। আল্লাহ্ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ্ সাথে সাক্ষাৎ এর আশা রাখেন। তিনি ভালো কাজে হতে চান অগ্রগামী। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য সত্য জ্ঞান অনুসন্ধান এবং অর্জন করে, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করে,সুন্দর সমাজ গড়া তার লক্ষ্য মানুষের জীবন কে সহজ করার জন্য কাজ করে যেতেচান আজীবন।