Loading...
তাসমিয়া তহুরা
লেখকের জীবনী
তাসমিয়া তহুরা (Tasmia Tohura)

কবি তাসমিয়া তহুরা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১-লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা : মৃত মােফাজ্জল হােসেন, মাতা : রেহেনা খানম। মগড়া নদীর কূল ঘেঁষে নেত্রকোণা সদর উপজেলায় শৈশবের বেড়ে ওঠা। প্রাতিষ্ঠানিক পড়াশােনার পাশাপাশি শখের বশে ছােটবেলা থেকেই লেখালেখি করে আসছেন। মানবমনের চৈতন্যময় সত্তার প্রকৃতি থেকে সৃষ্ট বাসনা নামক আপন বলয়। এই বলয় ঘিরে সামাজিক দ্বন্দ্ব ও সদিচ্ছার প্রণয়ে এগিয়ে চলে কবি তাসমিয়া তহুরা'র সংগ্রামী প্রতিরূপ। শত গঞ্জনা-বঞ্চনা পেছনে ফেলে ভালবাসার সমুজ্জ্বল দ্যুতির প্রতিটি অনুভূতিই পাঠকের কাছে আলাদা আমেজে ধরা দেয়। বলতে গেলে সাময়িক বিত্ত-বৈভবের বিপরীতে প্রকৃতি ও প্রেমময়তাই লেখার মূল উপজীব্য। মানবতার টানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন। কবি ও কবিতার খেদমতে বিভিন্ন সাহিত্য সংগঠনের নিয়মিত সঙ্গী। কবির প্রথম একক কাব্যগ্রন্থ 'বিবেকবাবু নির্বাসনে' প্রকাশিত হওয়ার পরপরই পাঠক মহলে ব্যাপকভাবে সাড়া পেলে। অচিরেই 'অস্তিত্ব সংকট' শিরোনামে দ্বিতীয় একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

তাসমিয়া তহুরা এর বইসমূহ