পুরো নাম মুহাম্মদ তানজিমূল ইসলাম। বাবার বাড়ি গাজীপুরে হলেও জন্ম নানার বাড়ি কুমিল্লায়। ছোটোবেলা থেকেই সাহিত্যের প্রতি ঝোঁক। অনুপ্রেরণা প্রাইমারি স্কুলের আবৃত্তি অথবা হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কারগুলো। জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার উঠেছে ঝুলিতে। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয় কবিতা। ছোটোবেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন গল্প, কবিতা ও নাটক লিখেছেন। তার রচিত কতিপয় নাটক তার বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থও হয়েছে। জীবিকার্জনের সারাদিনের ক্লান্তিকে উপেক্ষা করে রাতে অথবা ছুটির দিনে ভালোবাসেন তার প্রেয়সী সাহিত্যকে। ছোটোবেলায় অন্য পাড়ায় ক্রিকেট খেলায় সময় যেত। ভালোবাসেন বাদলা দিনে ফুটবল খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু গবেষণা প্রবন্ধও রয়েছে এ ছড়াকার, কবি ও সাহিত্যিকের। সবসময় হাসিখুশি ও মিশুক এই লেখক বিশ্বাস করেন মাদক নয়, একদিন বইয়ের নেশায় আসক্ত হবে পৃথিবী।