Loading...
সুস্মিতা ইসলাম
লেখকের জীবনী
সুস্মিতা ইসলাম (Susmita Islam)

সুস্মিতা ইসলাম। জন্ম কলকাতায়, ডিসেম্বর ১৯২৬। পিতা ত্রিদিবনাথ রায় ছিলেন খ্যাতমান আইনজীবী, সংস্কৃত সাহিত্যে পণ্ডিত, মধ্যযুগ বিষয়ক গবেষক। পিতামহ নিখিলনাথ রায় যশস্বী ঐতিহাসিক । মা কল্যাণী রায় কবি হিসেবে পরিচিতি অর্জন করেছেন। সুস্মিতা ইসলাম ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্সসহ স্নাতক হন। কবি গােলাম মুস্তাফার পুত্র বৈমানিক মুস্তাফা আনােয়ারের সঙ্গে তিনি। পরিণয় সূত্রে আবদ্ধ হন। ১৯৬১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড পাশ করে রেসিডেন্সিয়াল। মডেল স্কুলে শিক্ষকতায় যােগ দেন। পরে ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আই.ই.আর-এ শিক্ষক হিসেবে কাজ করেন। ১৯৬৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। ১৯৭১৭৩ সালে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী হিসেবে কাজ করেন। আশির দশকে কিছুকাল ইউনেস্কো উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সুস্মিতা ইসলাম এর বইসমূহ