Loading...
সুলেখা আক্তার শান্তা
লেখকের জীবনী
সুলেখা আক্তার শান্তা (Sulekha Akter Shanta)

নতুন প্রজন্মের জনপ্রিয় লেখিকা সুলেখা আক্তার শান্তা মাদারীপুরের সন্তান। পিতা গোলাম মওলা হাওলাদার, মাতা রাসিদা বেগম। পেশা সাংবাদিকতা। তিনি দৈনিক মুক্ত খবর পত্রিকায় সহকারি সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন। সাধারণ মানুষ লেখিকার লেখার প্রধান উপজীব্য। জীবনের ঘাত-প্রতিঘাত, রূঢ় বাস্তবতা, আনন্দ, বেদনা লেখিকাকে আন্দোলিত করে। তার লেখনীতে জীবনের সেই চিত্রটি ফুটে ওঠে বিভিন্ন আঙ্গিকে। লেখিকার প্রকাশিত উল্লেখযোগ্য উপন্যাস "এ চোখের দৃষ্টিতে তবুও তুমি' এবং 'ফিরে এসো'। গল্প সংকলন ‘চারিদিকে মেঘ ছিল', যৌথ কাব্যগ্রন্থ ‘নিশির তৃতীয় প্রহর"। বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি নিয়মিত গল্প ও কবিতা লিখে থাকেন। লেখিকা মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৯, সুকান্ত সম্মাননা পুরস্কার ২০১৯, ইন্দিরা গান্ধী স্বর্ণপদক-২০১৯ লাভ করেছেন। | বিবিসি সংবাদ২৪.কম-এর পক্ষ থেকে কবি ও ঔপন্যাসিক হিসেবে সেরা লেখক পুরস্কার-২০২১ সহ বহুবিধ সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন।