কবি এস এম রাফিউদ্দিন রাফি ঢাকার সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহন করেন। তিনি আজিমপুরে অবস্থিত লিটল এঞ্জেলস স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে ওয়েস্ট এন্ড হাই স্কুলে মাধ্যমিক এবং কবি নজরুল কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্ব সমাপ্ত করেন। স্কুলজীবন থেকেই কবিতা লিখার চেষ্টায় তিনি নিজেকে ব্যস্ত রাখেন। কর্মজীবনে তিনি একজন ব্যবসায়ী। ৯০ এর গণআন্দোলনের সময় টিএসসি ভিত্তিক সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে পড়েন তিনি।সে সময় জাতীয় কবিতা পরিষদ,সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঢাকা পদাতিক, কারক নাট্য সম্প্রদায়ের সদস্য হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি আন্তর্জাতিক ইংরেজি মাসিক পত্রিকা 'ঢাকা পোস্ট' এর সহকারী ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি এ্যমনেষ্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রাইটার্স ফোরামের সাথে যুক্ত ছিলেন। ইতিপূর্বে কবির "নিঃশব্দ।।। শব্দাবলী" "জল অনলের কাব্য" এবং "স্বপ্নভূক পাখিরা" নামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।