ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পিএসসির মাধ্যমে মনোনীত হয়ে ১৯৮৩ সালে শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে যোগদান করে ঝালকাঠি সরকারি কলেজ ও মুন্সিগঞ্জের হরগঙ্গা সরকারি কলেজে অধ্যাপনার দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন এবং বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে ‘তত্ত্বাবধায়ক সরকার ও বাংলাদেশের সাধারণ নির্বাচন’ শীর্ষক গবেষণার উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ৯নং সেক্টরের মুক্তিযোদ্ধা ও মহিলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য। তিনি স্কুলজীবনে গার্ল গাইডস ও পেশাগত জীবনে রোভার স্কাউটের সাথে সংযুক্ত রয়েছেন। ড. আনোয়ারা ইরানে Strategic Management Course-এ অংশগ্রহণ করেন। এ ছাড়াও তিনি যেসব কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত– ক. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচিত সহ-সভাপতি; খ. বাংলাদেশ টিচার্স ফেডারেশনের সদস্য; গ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সংস্থার পরিচালক (প্রাক্তন); ঘ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯৯৮ সালের বন্যার্তদের জন্য ত্রাণ কমিটির কার্যকরী সদস্য; ঙ. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক সমিতির (নির্বাচিত) যুগ্ম-সচিব (২০০০-২০০৫); চ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট; ছ. বাংলা একাডেমীর জীবন সদস্য; জ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য; ঝ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান; ঞ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য।