Loading...
শওকত নূর
লেখকের জীবনী
শওকত নূর (Showkath Nur)

শওকত নূর লেখক পরিচিতি: শওকত নূর কথাসাহিত্যিক, কবি ও ছড়াকার। লেখালেখির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন। গ্রন্থ রচনার পাশাপাশি পত্র পত্রিকায় লিখছেন নিয়মিত। আলােচিত উপন্যাস নিঃস্তব্ধ অন্ধকার’ এর মধ্য দিয়ে গ্রন্থে আত্মপ্রকাশ। অন্যান্য পাঠকপ্রিয় উপন্যাসের মধ্যে রাত্রি শেষে, নূপুর, তৃষ্ণার সাথে, স্বপ্ন দেখা ভাের, অপেক্ষমাণ, সেই শেষ দেখা, গােধূলির কথা, অশ্রু প্রভৃতি উল্লেখযােগ্য। গল্পগ্রন্থ বিতৃষ্ণা, শেষ কথা, ছায়া মানুষ, এক সন্ধ্যার ভালােবাসা, বন্ধু, নতুন জীবন, শুভরাত্রি প্রভৃতি সমধিক জনপ্রিয়। ছােটোদের জন্যও তিনি লিখে যাচ্ছেন নানা আঙ্গিকে। কিশােরগল্প পাগলা দাদার কাণ্ড, ভুলু মাস্টারের ভূতের স্কুল, ভূতের ডাক্তার, ভূতের বাপের শ্রাদ্ধ, তিন উন্মাদের গল্প, রাখাল, বাঘা, টপু ও এক ঝক দেশি পেঁচা, ছড়াগ্রন্থ ডাবলু মামা ও হাবলু গামা, হুক্কাহুয়া, চাঁদের দেশে প্রভৃতি বহুলপঠিত। ‘ধূসর নীল সমুদ্রে’ গল্পগ্রন্থে তিনি হাজির হয়েছেন একগুচ্ছ অনন্য সাধারণ গল্প নিয়ে।। কথাসাহিত্যিক, কবি ও ছড়াকার শওকত নূর এর জন্ম টাঙ্গাইল জেলার কালিহাতী থানার হাতিয়া গ্রামে। জন্ম তারিখ ৭ মার্চ ১৯৭০। তিনি পড়াশােনা করেছেন ইংরেজি ভাষা ও সাহিত্যে পেশা শিক্ষকতা ও লেখালেখি। কর্মস্থল রাজধানীর ঐতিহ্যবাহী ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজ।