শায়খ মুহাম্মাদ আল গাজ্জালি একজন বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ। তিনি ১৯১৭ সালে মিসরের আলেকজান্দ্রিয়ার নিকলা আল ইনাব নামক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন। ১৯৪১ সালে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। কর্মজীবনে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, কাতার বিশ্ববিদ্যালয় এবং আলজেরিয়ার আবদ আল কাদির বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি। দীর্ঘদিন ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি)-এর কায়রো শাখার একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে ৭৮ বছর বয়সে কায়রোতে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি মোট ৯৪টি বই লিখেছেন। তার রচনাবলি মুসলিম বিশ্বের প্রজন্ম থেকে প্রজন্মকে ব্যাপকভাবে উজ্জীবিত। করেছে। তিনি ইসলামের মৌলিক শিক্ষাসমূহকে তরুণদের সামনে যুগোপগোগী করে উপস্থাপন করার উদ্যোগ নেন। তাকে মিসরের ইসলামি আন্দোলনের উত্থানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।