Loading...
শাহনাজ পারভীন
লেখকের জীবনী
শাহনাজ পারভীন (Shahnaz Parvin)

বহুগুণে গুণান্বিত একজন প্রতিভাবান নারী। ছােটবেলা থেকেই শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিকঅঙ্গনে সম্পৃক্ত। তিনি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত এবং তাঁর আর্দশের অনুসারী সকলের পরিচিত প্রিয়মুখ । বিভিন্ন অনুষ্ঠানের ব্যানারের বিষয়বস্তুকে নিয়ে তাৎক্ষণিকভাবে স্বরচিত কবিতা আবৃত্তি করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করতে পারেন। বাবা, মা ও বড় বােনের উৎসাহে এবং সমাজ সচেতনাবােধ তাকে সাহিত্যচর্চায় অনুরাগী করে তােলে। লেখিকার পৈত্রিক নিবাস টাঙ্গাইল এবং মাতৃনিবাস বগুড়া। পিতা মরহুম আব্বাস চৌধুরী সরকারি চাকুরিজীবি (সচিব) এবং মাতা মরহুমা ডা. বেগম তাহেরা মমতাজ হেলেন। দুই বােনের মধ্যে তার অবস্থান ছােট। ভাই নেই। বড় বােন ড. সুরাইয়া পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার। সায়েন্স বিভাগের চেয়ারম্যান। তিনিও বড়বােনের মতাে বরাবর ভালাে ছাত্রী ছিলেন। ছাত্র-জীবন থেকেই সাহিত্য সংস্কৃতি অঙ্গনে পদচারণা। তিনি একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার, মডেল অভিনেত্রী, উপস্থাপিকা, বিউটিশিয়ান, নৃত্যশিল্পী, সাংবাদিক, সমাজসেবিকা, আইনজীবি এবং মানবাধিকার পরিচালক। ছােটবেলা থেকেই ছড়া লিখতেন, যা ইত্তেফাকের কচি-কাঁচার আসর, কিশােরবাংলাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেলে তার লেখা গান, প্যাকেজ নাটক এবং শিশুতােষ নাটিকা প্রচারিত হয়েছে।