Loading...
সৈয়দা খালেদা জাহান
লেখকের জীবনী
সৈয়দা খালেদা জাহান (Sayeda Khaleda Jahan)

সৈয়দা খালেদা জাহানের জন্ম ১৯৫৭ সালের ২৩ সেপ্টেম্বর কুষ্টিয়া শহরের থানাপাড়ায় । পিতা মরহুম সৈয়দ গােলাম মুস্তাফা। মাতা সৈয়দা জাহানারা বেগম। ১৯৮১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান ও একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে। ‘বাংলা নাটকে নুরুল মােমেন' শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য তিনি এম. ফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচ-ডি গবেষণায় নিয়ােজিত রয়েছেন। ১৯৯৪ সালের ২ জানুয়ারি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (দিবা শাখা) প্রভাষক পদে যােগ দেন। তাঁর প্রকাশিত (জীবনী) গ্রন্থ : জেব-উন-নেসা জামাল (বাংলা একাডেমী, ১৯৯৯)। ইতােমধ্যে তাঁর বেশ কিছু কবিতা গল্প, রম্যরচনা, প্রবন্ধ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।