Loading...
সরকার আলী মনজুর
লেখকের জীবনী
সরকার আলী মনজুর (Sarkar Ali Monjur)

জন্ম ১৯৫৫ সালের ২৯ আগস্ট (১২ ভাদ্র ১৩৬২ সন) বিভাগীয় শহর রাজশাহীতে । পড়ালেখা করেছেন রাজশাহী লােকনাথ উচ্চ বিদ্যালয়ে, রাজশাহী সিটি কলেজে ও নর্দার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্য এম.এ. ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করেন । তাঁর কবিতা ও ছােটগল্প যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে। কবিতাগ্রন্থ ‘স্বপ্নের আগুন' ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ছােট গল্প গ্রন্থ রণাঙ্গণের গল্প'। তাঁর প্রথম অনূদিত গ্রন্থ গুস্তাভ ফ্লবেয়ারের মাদাম রােভারি'। তিনি চান বিদেশী উপন্যাস ও গল্প অনুবাদ করে বাংলা ভাষাভাষী পাঠকদের বিশ্ব সাহিত্য অবহিত করাতে। তিনি শিক্ষকতা পেশায় নিয়ােজিত আছেন।