Loading...
সরদার জহুরুল আনোয়ার
লেখকের জীবনী
সরদার জহুরুল আনোয়ার (Sardar Johurul Anwa)

সরদার জহুরুল আনােয়ার ১৯৫০ সালের ২৮ নভেম্বর বাবার কর্মস্থল ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন। বাবা দারােগা ইয়াছিন আলী এবং মা শুকুরুন নেসার তের সন্তানের মধ্যে পঞ্চম সন্তান তিনি। স্বল্প আয়ের এতাে বড় সংসারে এইচ.এস.সি পাশ করার পর। পড়াশুনায় আর এগুতে পারেননি। ১৯৯৯ সালে চাকুরী জীবন শুরু। করেন তৎকালীন পাকিস্তান সরকারের টিএন্ডটি বিভাগে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সরকারী চাকরী ত্যাগ করে। তিনি ১১নং সেক্টরের একজন সক্রিয় মুক্তিযােদ্ধা ছিলেন। যুদ্ধ শেষে ১৯৭২ সালে বিজয়ী হয়ে স্বাধীন দেশে পুণরায় বাংলাদেশ সরকারের টিএন্ডটি বিভাগে কাজ শুরু করেন। সততা ও নিষ্ঠার সাথে স্ত্রী ও তিন কন্যা নিয়ে নিজ সংসারে বেশ ভালােই ছিলেন। ২০০৩ সালে ব্রেইন স্ট্রোক, ২০০৪ সালে স্ত্রী বিয়ােগ, কিডনী ফেইলিউর-এর কারণে ২০০৬ সালের অক্টোবর থেকে কিডনী ডায়ালাইসিস শুরু- সব মিলিয়ে জীবনের শেষ প্রান্তে এসে একজন বীর মুক্তিযােদ্ধা শরীর ও মনের কাছে আত্মসমর্পণ করলেন। অবশেষে ২০০৭ সালের ৮ই জুন চিরবিদায় নিলেন। অসীম সাহসী যােদ্ধা, সমাজ যুদ্ধে পরাজিত সত্যের পথে অবিচল থাকা কোমল হৃদয়ের মানুষটি।

সরদার জহুরুল আনোয়ার এর বইসমূহ