Loading...
সালিম সাবরিন
লেখকের জীবনী
সালিম সাবরিন (Salim Subrin)

সালিম সাবরিন ৭ মে ১৯৬৫ বাংলার কৃষক বিপ্লবের পীঠস্থান নাচোলে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত কাব্যসমূহ : দুমুখাে ঈগলের। কোলাজ (১৯৯৫), নদীমহলের জার্নাল (২০০৭), যে পৃথিবী জেগে থাকে ঘুমের ভেতর (২০১৪), সূর্যাস্তে সকলে একা (২০১৫), একবার মুগ্ধ হতে চাই (২০১৮) উল্লেখযােগ্য। প্রকাশিত গবেষণা গ্রন্থ : আধুনিক ভাষাতত্ত্বের প্রসঙ্গ ও প্রকৃতি (১৯৯৮), মানিক বন্দ্যোপাধ্যায়ের কথাসাহিত্যে ব্রাত্যজীবন (১৯৯৯), ভাষা জাতি ও জাতীয়তা (২০০০), কথাসাহিত্যের সমাজতত্ত্ব (২০০৭), ভাষাসাম্রাজ্যবাদও মানবাধিকার (২০১৮), এএইচএম কামারুজ্জামান (২০১৮) ও অন্যান্য। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালসহ সাময়িক ও গবেষণা পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ-নিবন্ধ প্রায় শতাধিক। প্রকাশিত গ্রন্থসংখ্যা ২০। বিচিত্র বিষয়ে জ্ঞানান্বেষণ করলেও মুক্তিযুদ্ধ তার প্রিয় প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে লেখকের পিতৃহারা শৈশবের স্মৃতি। পিতা মুক্তিযােদ্ধা মরহুম হাফিজ উদদীন ও মা সুলতানা সােনাবানের দ্বিতীয় পুত্র তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে পিএইচডি (২০০৪)। তিনি সরকারি কলেজের অধ্যাপক।