সাবিদিন ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে আনুষ্ঠানিক পাঠ সম্পন্ন করলেও সাবিদিন ইব্রাহিম নিজেকে দর্শন, ইতিহাস ও বিশ্বসাহিত্যের ছাত্র মনে করেন। পেশাগত জীবনে বর্তমানে সহ-সম্পাদক হিসেবে কাজ করছেন দৈনিক বণিক বার্তা পত্রিকায় কর্মরত আছেন। ২০১৬ সালে প্রকাশিত তার ‘ইংরেজি সাহিত্যের ইতিহাস’ও ২০১৯ সালে প্রকাশিত ‘জীবন গড়তে বই’ পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। ২০১৫ এর নভেম্বরে বাংলা একাডেমীর সাহিত্য পত্রিকা ‘উত্তরাধিকার'-এর ৬১তম সংখ্যায় বারটি জেন কবিতার অনুবাদ প্রকাশিত হয়। এছাড়া তার অনূদিত সানজু’র ‘দ্য আর্ট অব ওয়ার’ (২০১৭) এবং সেনেকা’র ‘অন দ্য শর্টনেস অব লাইফ’ (২০১৮) বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। ২০২০ সালে প্রকাশিত হয়েছে ‘ডায়োজেনিসের বচনামৃত’ এবং হেরাক্লিটাসের ‘কুড়িয়ে পাওয়া মুক্তা’। বাংলাদেশ স্টাডি ফোরাম (বিডিএসএফ) এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সমন্বয়ক। সম্পাদক হিসেবে কাজ করছেন thebdsf.com এ। সাবিদিন ইব্রাহিম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামে জন্মগ্রহণ করেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে পুরো দেশ ও সমগ্র বিশ্বকে জন্মস্থান মনে করছেন।