রুহুল আমিন রোদ্দুর জন্ম- ৩১ ডিসেম্বর ১৯৮৩, ঠাকুরগাঁও জেলা। আব্দুল মালেক ও মিসেস আসরেফা বেগমের দুই ছেলে এক মেয়ের মধ্যে রুহুল আমিন রোদ্দুর কনিষ্ঠ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি বি এ, এম বি এ সম্পূর্ণ করেন। লেখালেখির অভ্যাস ছিল স্কুল জীবন থেকেই, লিখেছেন বিভিন্ন সাহিত্য পাতায়। সাহিত্য জগতে কবি পেয়েছেন বেশ কিছু সম্মাননা ও পুরুস্কার। কৈশোর থেকেই অত্যান্ত ডান পিটে আর মেধাবী “রুহুল আমিন রোদ্দুর” লেখার পাশাপাশি খেলাধুলাতেও রেখেছেন অসাধারণ সাফল্য, ঘরে তুলেছেন স্যার এফ এফ রহমান হল ও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল পুরুস্কার সহ বিভিন্ন পুরুস্কার। বলয়ের বাইরে তিনি একজন সমাজ সেবক। অনাহারী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত হাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠা করেছেন সেচ্ছাসেবী সংগঠন “আলোর পথিক”। তিনি উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।